নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
(১)
সীমাহীন আকাশটা বুক খুলে রেখেছে
বলছে দেখো! দেখো!!আমায় দেখো!!!
আমি তোমায় ওসব করতে বলছিনে
চাইছি তুমি শুধু আমার পানে তাকিয়ে থাকো।
(২)
চাইছি এক চুমুক ভালোবাসা
তোমার অনুভবের পেয়ালা থেকে।
মন কি দেখা যায়?
তবু প্রেমে পড়লে মানুষ চায় একজনের মনের মতো হতে।
(৩)
তোমার চোখে রাখবো চোখ
সেই ভাবনায় কিছু পেলাম সুখ।
ভুলের পিছনে দৌড়ে দৌড়ে
এখন আমি নর্দমায়।
(৪)
আচ্ছা পেটে একটা চুমু দাও
এবার দুই গালে দুটো
ঠোঁটের উপর ছোট্ট করে।
হাসছে?
হাসতেই হবে।
বাবুটা কিউট নাহ!
আমার এমন একটা বাবু চাই। দেবে?
(৫)
আঁচলটা সরাও!
ডানে, আরেকটু, হ্যাঁ এবার ঠিক আছে।
মাথার উপর এভাবে কেউ শাড়ি মেলে শুকায়।
আচ্ছা এবার পাশে এসে বসো
চা কিন্তু ঠান্ডা হচ্ছে।
বারান্দা থেকে দুরের ভিউটা সুন্দর নাহ?
হাতটা একটু ধরবে?
যাই বলো আজ কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়েছে!
(৬)
আচ্ছা করে কচলে কচলে ডলে দাও
হাত মুঠো করে ধরো।
আহা! অমন করে নাহ।
সামান্য কাজটুকু শেখনি?
এই যে বলো কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা তোমার।
সামান্য করলা কিভাবে কচলে ধুতে হয় তাও জানো না
আগে জানলে কাজে নিতাম না তোমাকে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৯:৩১
ইসিয়াক বলেছেন: খামোখা বসে ই ছিলাম কি মনে হলো কয়েকটা লাইন লিখলাম।ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। পাঠ মন্তব্য ও লাইকের জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা সতত।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৪
সোহানী বলেছেন: খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত করলা কচলানোতে এসে ঠেকলো?
হাহাহাহাহা.............. আমি পড়তে পড়তে ঠিক এ জায়গায় এসে থমকে দাঁড়ালাম। এবং দেখলাম খায়রুল ভাইও আমার মতোই থমকে দাড়িঁয়েছেন।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: ্মন্দ নয়।
৪| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: আই মিয়া মনের মধ্যে এতো স্বাদ আহ্লাদ পুশে রাখা ভালো নয়। অবশ্য কাব্য মন্দ হয়নি।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত করলা কচলানোতে এসে ঠেকলো?