নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রবহমান প্রেম

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭



হলুদ রোদের খামে প্রেম পাঠাতে
বৃষ্টিজলে সে সব ভাসিয়েও দিলে
মনের নাগাল পেলেও স্থায়িত্ব পেল না
কেন ই বা ফিরে গেলে জানা হল না।

মেঘ রোদ্দুরের খেলার চাল বড়ো যে কঠিন
অবজ্ঞা ভুলে খুঁজে ফিরি আমি অর্বাচীন।

চোখ জ্বলা ঘুমে এখনও স্বপ্ন ছোঁয়ার সাধ
দিবানিশি কারণে অকারণে তোমাতেই হারাই
তুমি কেন মাতাল চাওয়ায় ছুটে আসো না
রামধনু রং ছড়িয়ে জোছনায় ভাসো না।

স্রোতোস্বীনির স্রোতের দোলায় ভাসতে আমিও চাই
পানকৌড়ির মত ডুবসাঁতারে চল হারিয়ে যাই
শাসন আহ্লাদের জীবন কাটাতে বড্ড সাধ হয়
জন্ম জন্মান্তর থাকবো তোমার পাণি প্রার্থনায়।

তোমার ভাবনা ভাবতে ভাবতে আমি হই সুখী
তোমার সাথে স্মৃতিগুলো বুকে আগলে রাখি।

শীত কুয়াশায় লুকোচুরি সময় কাটাতে চাই
নিঃসঙ্গ জীবনে তোমার সঙ্গ চাই।

এইটুকুই তো চাওয়া
এই চাওয়া কি খুব বেশি অন্যায়?

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১২

সামরিন হক বলেছেন: বেঁচে থাকুক আশারা।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন সবসময়।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩২

বিজন রয় বলেছেন: শখ কতো!!

হলেুদ রোদের খাম, মাতাল চাওয়া, লুকোচুরি সময়!!

এত এত প্রেম আসে কোত্থেকে?

কবি??

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৭

ইসিয়াক বলেছেন: হা হা হা...
প্রেম ই তো জীবন। প্রেম ছাড়া সব শুকনো খটখটা। আমি তো প্রেম ছাড়া একদিনও বাঁচতে চাই না :((

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: আজ ব্লগের প্রথম পাতায় অনেক গুলো কবিতা।
আপনিও কবিতা লিখেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

ইসিয়াক বলেছেন: প্রায় ই লিখি, পোস্ট করা হয় না।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২১

খায়রুল আহসান বলেছেন: এই চাওয়াটা তো মোটেই অন্যায় নয়, তবে শুধু চাওয়ায় চিড়ে ভিজবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। তারপরেও বলতেই হয়, এটি নিঃসন্দেহে একটি চমৎকার প্রেমের কবিতা হয়েছে। + +

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় কল্পনা যদি অন্তত একদিনের জন্যও সত্যি হতো!! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.