নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সঘণ মেঘের ছায়ায়
একদা
ডেকেছিল প্রেম
দখিনের বারান্দায়।
যে জীবন ছিল অর্থহীন বাউন্ডেলে
কাটতো রাত পথে প্রান্তরে আস্তাবলে।
মায়া স্পর্শ ছুঁয়ে দিলো বসন্ত বাতাস
কি জানি কেন তীব্র হলো মনের অভিলাষ।
মানস প্রতিমার কৃপা লাভে
নিশি করলাম ভোর
দিনান্তে শ্রান্তি লাভে
চাইতে বাহুডোর।
ছিন্ন বীনায় সুর তুলে
সাধতে গিয়ে গান
ফিরে দেখি শুভঙ্করের ফাঁকি
দিনাবসান।
© রফিকুল ইসলাম ইসিয়াক
৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন: আপনি ই ঠিক প্রিয় ব্লগার । সঘন হবে। কি বলবো, বানানে আমার খুব সমস্যা। শুধরে দেওয়ার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।
কৃতজ্ঞতা রইলো।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার কবিতা গুণে-মানে আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। আমি গত কয়েক মাস ধরে তেমন লিখতে পারছি না। এক মাস পর একটা লিখলাম রাত ১০ টার দিকে। পোস্ট করেছি। তেমন ভালো হয়নি মনে হয়। আসলে চর্চা করার সুযোগ পাচ্ছি না।
৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩০
ইসিয়াক বলেছেন: আপনার কবিতা সবসময় ই ভালো হয়। আমি মনে করি আপনি স্বভাব কবি।আর আমি যা লিখি অর্থাৎ লেখার চেষ্টা করি তা ঠিক কবিতার মধ্যে গন্য হয় কি-না জানি না।তবু লিখতে ভালো লাগে তাই লিখি। আর সত্যি একটা কথা বলি আজকাল তেমন কিছু পড়বার ফুরসত খুব একটা পাচ্ছি না।ভালো লেখার পূর্ব শর্ত প্রচুর প্রচুর পড়া।আপনার জন্য শুভকামনা রইলো।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
ছন্দময় কবিতায় কত সুন্দর করে গেলেন বলে অনেক পাওয়ার মাঝে কবে কখন
মেঘের ছায়ায় প্রেম জাগায় দখিন বারান্দায় । দিনের পরে দিন পথে পথে জীবন
চলে যায়, যেন তারা পথের স্রোতেই ভাসা, মেঘের ছায়াতেই তাদের যাওয়া আসা।
কখন যে আবার মায়া স্পর্শে ছুয়ে দেয় বসন্ত বাতাস, সেটাই যেন হয়ে যায় চিরদিনের
চাওয়া। হারিয়ে যাওয়া প্রেমের মাঝে কণা কণা কুড়িয়ে পেয়ে শুধুই বাড়ে মনের
অভিলাস ।তাইতো ছিন্ন বিণায় সাধতে গিয়ে গান ,ছিন্ন দিনের খণ্ড আলোর মালায়
শুভঙ্করের ফাকিতেই ঘটে দিবাবসান।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭
ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
নববর্ষের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮
ইসিয়াক বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৫
বিজন রয় বলেছেন: ভালো লেগেছে।
কিন্তু প্রথম শব্দটি সঘণ কি ঠিক আছে বানানটি?
আমার গুলিয়ে যাচ্ছে।