নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কৌতুহল

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫


মেঘ যদি বলতো কথা, আমি শুধাতাম তারে
কোন ব্যস্ততায় ছুটে বেড়ায় সে নীল অম্বরে?

ফুল যদি বলতো কথা আমি বলতাম তারে
কোথায় পাও এমন সৌন্দর্য জানাও আমারে?

পাখির ভাষা যদি বুঝতাম ছুটতাম তার কাছে
শিখতাম আমি মধুরও সুর তার কন্ঠে যা আছে।

নদীর জীবন বড়ই মনোরম অবিরাম বয়ে চলা
ডিঙি হলে চলতে ফিরতে কাটতো আমার বেলা।

মেঘ, ফুল, আকাশ, নদী, কেন গো এমন নির্বাক?
আমার এমন কৌতুহল তোমাদের করেছে হতবাক?


© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: মেঘ, ফুল, পাখি, নদী, অম্বর, প্রকৃতির সব উপাদান নিয়ে কবিতা লিখলেন।
প্রকৃতি খুবই ভালবাসি, এজন্য কবিতাটি খুব ভাল লাগলো।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।ভালো থকুন সবসময়।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা দাদা...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

শেরজা তপন বলেছেন: সব মানুষই হয়তো এমন উৎসুক - কিন্তু কবিরা ভাবে আরো গভীরভাবে।

শুভ ইংরেজী নববর্ষ! ভাল থাকবেন সুপ্রিয় কবি ইসিয়াক- শুভকামনা রইল।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

নজসু বলেছেন: চমৎকার।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: আমাদের মতো দরিদ্র দেশে কবিতা লিখে লাভ নাই।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

নীলসাধু বলেছেন: বাহ চমৎকার।
খুব সুন্দর।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

মোগল সম্রাট বলেছেন:




চমৎকার।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

জাহিদ অনিক বলেছেন: মানুষ প্রকৃতির কাছে যায়। প্রকৃতি মানুষের কাছে আসে না।
মানুষ যেদিন নিজেকে প্রকৃতির মতন একটা বিশেষণে রুপান্তরিত করে নিতে পারবে- সেদিন মানুষ সব বুঝতে পারবে।

শুভেচ্ছা কবি মিঃ ইসিয়াক!

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

সোনালি কাবিন বলেছেন: বাহ

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মেঘ, নদী, ফুল, আকাশ কথা বলে না। তবু আমাদের কত শত জিজ্ঞাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.