![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
আমি রাজনীতি বুঝি না।
মুক্তিযুদ্ধের প্রতি গভীর মমত্ববোধ থাকলেও আমি বেনিয়া নই তাই চেতনার রাজনীতিতে বিশ্বাস রাখি না।
বরাবর চেয়েছি স্বাধীনতার পতাকা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকুক।
ব্যাস ওটুকুই।
যুগ যুগ ধরে আরোপিত বিভেদ নীতি বাঙালির জন্য অভিশাপ।
এত ঘৃণা পুষে বাঁচা দুষ্কর।
আমি মানুষ।
মানবিকতার চর্চায় বিশ্বাস রাখি
ঘৃণা চাষ না করি
ঘৃণা কি বয়ে বেড়াবার বস্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে?
একের পাপ দিয়ে অন্যকে বিচার করা কি ন্যায় বিচার?
পৃথিবীতে ধর্ম আর জাতীয়তার দোহাই এ শত বিভেদ নীতি।
এ এক জটিল আবর্ত।
জাতি আজ এমনই এক জটিল আবর্তে বিভ্রান্ত।
ধর্ম জাতীয়তা দোহাই এ অযাচিত বিভেদ নীতি সমগ্র বিশ্বকে করেছে রক্তাক্ত লাঞ্ছিত।
শাসকেরা এ সুযোগে সুকৌশলে লুটেছে শোষকের মান, সম্ভ্রম মৌলিক অধিকার ও সম্পদ।
নিজেদের হীন উদ্দেশ্য চারিতার্থে নির্বিচারে হত্যা করেছে আবাল বৃদ্ধ বণিতা।
শেষ কোথায়?
এই দুষ্টু চক্রের ফাঁদে আমিও এক শিকার!
আমার কষ্ট হচ্ছে কিন্তু কান্না পাচ্ছে না।
বুকের মধ্যে জমছে অনন্ত ক্রোধ।
ধ্বংসের প্রলয় কাপন তুলতে চাইছে অশক্ত শরীর।
এত রক্ত, নিষ্ঠুর নির্মম হত্যা ।
রাজপথে ক্ষত বিক্ষত শিশু।
পিতার কোলে বুলেট বিদ্ধ সন্তানের লাশ।
সত্যি দুঃসহ!
আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না।
আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ
কোথায় চলেছে আমাদের ভবিষ্যতের যাত্রীরা।
কোথায় সমাধান।
যে শিশু এখনও বুদ্ধি জ্ঞান প্রজ্ঞায় তেমন পরিপক্ব নয়
তারুণ্যের ধর্মে কিছুটা বুঝে কিছুটা বা বুঝে এসেছিল প্রতিবাদ মিছিলে।
তাই বলে সুচতুর রাজনৈতিক কৌশলে বিভাজনের ধোঁয়া তুলে রক্তগঙ্গা বইয়ে দিতে হবে?
ধিক!
ওরা আমাদের সন্তান
বাংলার জননীর নাড়ী ছেড়া ধন
একটি সন্তান কত যতনে লালিত হয়, আপনি তো জানেন।
আপনিও তো এক মা।
বোঝেন না?
শুরুতে নিভতো যে আগুন
আজ তাই দাবানল।
এত কিছুর পর আপনি ভাবছেন আপনি জিতেছেন।
হ্যাঁ আপনি জয়যুক্ত হয়েছেন।
অভিনন্দন আপনাকে।
কিন্তু....
হেরেছে মানবতা। হেরেছে সমগ্র বাঙালি জাতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
২| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৬
জটিল ভাই বলেছেন:
জিতে গিয়েও হেরে যাওয়াটা হয়তো বয়সের ভারে, নয়তো জ্ঞাণের অভাবে, নয়তো লজ্জায়, নয়তো আতঙ্কে বুঝেও বুঝতে পারছেন না.......
৩| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৯
কাঁউটাল বলেছেন:
৪| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে। আন্দোলন কালের একটা ছবি হয়ে থাকবে।
মা বলতেই মনে হতো মমতাময়ী। এখন আর মনে হয় না।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪২
সামরিন হক বলেছেন: আগে এতটা খেয়াল করে আমি তাকে দেখিনি। এখন যতই দেখছি অবাক হচ্ছি সে কি আগে থেকেই এমন ছিল নাকি বয়সের ভারতে তার মাথা কাজ করছে না!!!!?
ভালো লাগলো পড়ে।
শুভেচ্ছা আপনাকে।