নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হরেক পাখি করছে কুজন
শীত ভাঙা রোদে।
মাছগুলো সব কাটছে সাঁতার
আহ্লাদী আমোদে।
কুঁজ বকটি ঘাপটি মেরে
শিকারের নিশানায়।
এক পায়ে ঠায় দাড়িয়ে
নিবিড় নীরবতায়।
ফুল ও লতার সুবাস মেখে
বাতাস বহে ধীর।
শীত সকালে ঘাস বিছানায়
হীরে সদৃশ নীর।
একটা কিছু শব্দ হঠাৎ
দ্রিম দ্রুম ফটাস।
ফুল পাখি মাছ ছন্দ হারায়
বেজায় হল হতাশ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা সতত।
২| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: ছড়া কবিতা হিসাবে ভালো হয়েছে।
২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কবিতা