নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

স্যোসাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয়  ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের  সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে  গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো  দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা আমার।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী আমার দারুণ অভাব।
ওদিকে তোমার চির বসন্ত,
প্রতিদিন রসনা বিলাসে রোস্ট বিরিয়ানি অথবা রকমারি তন্দুরি  কাবাব!

একটা সময় ছিল প্রতি মুহুর্তেই
তোমায় পাশে পাওয়া না পাওয়া নিয়ে শত বিরহ গাঁথা
চোখের দেখা না দেখায় হাজার ছেলেমানুষী কথকতা।

তোমার গন্ধ ছিল চেনা
তোমার চলার ছন্দ ছিল জানা।

প্রায় রোজ নিয়ম মেনে একসাথে রোদ পিঠে অনেকটা পথ হাঁটা
হঠাৎ হঠাৎ ক্ষিধে পেটে মশলা মুড়িতে বেছে বেছে বাদাম খোটা।

স্নানের বেলা গড়ালেও বাড়ি ফেরার নামই থাকতো  না কোন
মায়ের বকুনি টিকা টিপ্পনী হাজার, গায়ে লাগতো না কোন।

কতই না মধুর ছিল সেই দিনগুলো,  বলো?
স্বপ্নরা তখন কেবলই  জাল বুনে চলছিলো।

শুধু সত্যি টুকু হলো না শেষ অবধি
তোমাতে আমাতে মিলন রচনা হলো না নিরবধি

সব কি আর  আছে আগেরই মত ?
প্রেম আর প্রেমিকারা কি সব ছেড়ে গেছে যে যার  মত?
কে জানে কি জানি?

যাই হোক তুমিও রয়েছো 
আমিও টিকে  আছি  বহাল তবিয়তে ।

শুধু আমরাই নেই আর আগের মত পরিচিত এই পৃথিবীতে।

© রফিকুল ইসলাম ইসিয়াক।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আমরা এখন কেউ আগের মতো নেই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩২

ইসিয়াক বলেছেন: সেটাই।

ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন: কি অবস্থা! এমন হলো কেন ইসিয়াক ভাই :-*

তবে কবিতা ভালোলেগেছে। +
আমারও একটা এমন কবিতা ব্লগে আছে দেইখেন :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৪

ইসিয়াক বলেছেন: হা হা হা!!!
এসব মিথ্যা কথা B-)

কাজ নেই তাই খই ভাজি, কিন্তু খাই না =p~

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১১

শায়মা বলেছেন: হারানো দিন গুলো সব সময় সুন্দর হয়!

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০

ইসিয়াক বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ প্রিয় ব্লগার।

শুভেচ্ছা রইলো।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৩

সামিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১

ইসিয়াক বলেছেন: মন্তব্যে দারুণ অনুপ্রেরণা পেলাম।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: ভালো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১

ইসিয়াক বলেছেন: ওকে।

শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.