নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ প্রাক্তন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪

আচমকা বহুদিন পর!!
তার মত একটা মুখ
আরে? তার মত তো নয়, সেই তো সেই!
অবাক কান্ড!!!
কতদিন হলো
ঘুরে-ফিরে আবার একপাড়াতেই!
কৌতুহলে মনে প্রশ্ন জাগে।
সে কি আমায় চিনবে এখন?
আগের মত কইবে কথা
হাসতে হাসতে লুটাবে আঁচল?
কতদিন হলো ও মুখ দেখিনি
বুকের ক্ষতটা শুকিয়েছে কবেই।
ভীমরতি সব গেছে দুরে
বয়সের ভারে নূয্য দেহ।
আচ্ছা
এতদিন পর..
শ্বাসকষ্টটা কি ওর আছে এখনও?
ও কি এখনও রাত্রি জাগে?
গান শোনার বাতিকটার কি খবর?
মেহেদী পাতায় এখনও কি ও দু'হাত রাঙায়?
ছোট্ট খোঁপাটা কি এখনও আঁচলে ঢাকে?
কটা ছেলেমেয়ে ওর এখন?
বরের সাথে কি ওকে ভালো মানায়?
ফুলকো লূচি আর ডাল তরকারী
এখনও কি ওর প্রিয় খাবার?
এখনও কি আছে ওর চায়ের নেশা
দোকানটা কি আছে ওর বাবার?
দাদাবৌদির চা'য়ের দোকানটা উঠে গেছে যদিও বহু আগে।

বৌ'দির এখন দুরাবস্থা
বৃদ্ধাশ্রমে রোগে ভোগে।

কত মানুষ কত স্মৃতি
সময়ের স্রোতে বিলীন সবই
পুরানো সেই সব জীর্ণ এখন
হারিয়ে গেছে প্রথম প্রেমও।
তবু হঠাৎ হঠাৎ সেসব কথা কারণে
অকারণে মনে জাগে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৯

সাইফুলসাইফসাই বলেছেন: হুম সুন্দর!!

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: ভালো।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: "সময়ের স্রোতে বিলীন সবই" - এটাই বাস্তবতা, এটাই নিয়তির লিখন।
"নূয্য দেহ" <<<< কথাটা বোধ হয় "ন্যুব্জ দেহ" হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.