![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ভায়ের রক্তে পেলাম ভাষা
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমে স্বাধীনতা এলো
একুশ আমার শক্তি।
মনের কথা মনের মতো
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো
ছাত্র জনতার ইতিহাস।
সেই ইতিহাসের ধারাবাহিকতায়
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়তো দয়া
এটাই শ্রদ্ধা জানাবার রীতি।
একুশ আমার রক্তে রন্ধ্রে
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।
ভাষা শহীদেরা আমার ভাই ,
ছিলো মায়ের স্নেহের ধন।
ভাষার তরে কোল খালি হলো
পাথর চাপা মায়ের প্রাণ।
বিনিময় মূল্য চায়নি তারা
চায়নি তো কোনো নাম খ্যাতি
ছিলো নিঃস্বার্থ দেশপ্রেমিক তারা
রইলো বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৮ই ফেব্রুয়ারী ২০২১
রিপোস্ট
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
শুভেচ্ছা রইলো।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: একুশ আমার রন্ধ্রে রন্ধ্রে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৭
ইসিয়াক বলেছেন: একুশকে অস্বীকার করার উপায় নেই। একুশ আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: রইলো বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদ দের প্রতি।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
সাইফুলসাইফসাই বলেছেন: বাংলা সহজে বুঝি
বাংলায় কথা বলি
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮
ইসিয়াক বলেছেন: ঠিক তাই।
শুভেচ্ছা রইলো।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:০৭
নকল কাক বলেছেন: বাংলায় কথা বলি
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৯
ইসিয়াক বলেছেন: বাংলা আমার মায়ের ভাষা।
ধন্যবাদ।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: শুধু কবিতা লিখে শ্রদ্ধা জানালে হবে না।
শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫
ইসিয়াক বলেছেন: গতকাল যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম সকাল আটটা ত্রিশ মিনিটে। কিন্তু কেউ ছিল না সেখানে। শুনশান নীরবতা। সব গেট ছিল বন্ধ। বেদিমূল ছিল খালি অথচ....
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: একুশ আমার শক্তি।