নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দুঃখবিলাস

১৪ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৪



চাঁদের পাশে শুকতারাটি,আনমোনা আজ কেন ?
মেঘের ছায়ায় তার অভিমান কি আছে লুকানো?

পুব আকাশে উদাস মেঘের আঁকিবুকি খেলা।
নারকেলের ওই পাতার ফাঁকে হাজার রঙের মেলা ।

ঝিরিঝিরি মাতাল হাওয়া বইছে শনশন।
নিঝুম রাতে একলা হতে বড্ড চাইছে মন।

শুনশানশান নীরবতায় ,দীঘির রূপালী জল।
বাতাস খেলে ঢেউয়ের খেলা নেইকো কোলাহল ।

ঝিঁঝিঁ ডাকে , ডাকে কোথাও রাত জাগা এক পাখি।
তাঁর বিরহে রাত প্রহরে একলা একা থাকি ।

বাতাসে সুর নুপূর বাজায় জোছনা মাখা হাতে।
মন কেমনের ভালো লাগা ,সুখ আছেগো তাতে ।

ঝিরিঝিরি ঝরে কুয়াশা আজি এ শারদ রাতে
ঘাসের ডগায় শিশির বিন্দু, চিক ধরে জোছনাতে ।

ভাবছি বসে একলা আমি জোড়া দীঘির পাড়ে।
এই তো আমি, কোথায় তুমি , ঠিক কতটা দূরে?

© রফিকুল ইসলাম ইসিয়াক

রচনাকালঃ ১০ আগস্ট ২০১৯

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: মনে হয় সে অনেক দূরে! :(

সুন্দর কবিতা ভাইয়া.....

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: সে?... সে তো বহুদূরে। এ জনমে আর তাকে ধরা ছোঁয়া যাবে না।

২| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:২১

সাইফ-১২০৯ বলেছেন: জীবন তাকে দিয়ে বুঝিয়েছে দুরত্বের প্রবাহে অসীম ভালোবাসা মিশে যায় না।

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৭:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৭:০২

ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

৪| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: এটা কি প্রেমের কবিতা।

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৭:০৪

ইসিয়াক বলেছেন: প্রেম ও প্রকৃতির কবিতা।
ধন্যবাদ।

৫| ১৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: শেষের লাইনদুটো খুব সুন্দর হয়েছে এবং শিরোনামের যথার্থতা প্রমাণ করেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.