নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৭:৪০


একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিলো টুঙ্গিপাড়া নামে গ্রামে।
তাঁর আগমন যেন মুক্তির বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁহার বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের চোখে দেখতো সে নিজ মায়ের ছায়া।

দেশের মানুষ মুক্তি চায় ,পায় না'কো কোন দিশা।
ক্রমান্বয়ে তাঁর নির্দেশনায় কাটলো অমানিশা।

বজ্র কণ্ঠের যাদু সেতো হ্যামিলনের বাঁশি,
তাঁর স্পর্শে দুঃখী বাঙালির, ফুটলো মুখে হাসি।

ছেলে তো নয় হিরের টুকরো দেশবাসী তা জানে।
তাকে সবাই বঙ্গবন্ধু ডাকে, জাতির পিতা মানে ।

হাজার শতাব্দী চির অম্লান রবে তাঁর মৃত্যুহীন প্রাণ,
সে যে আমাদের প্রাণাধিক প্রিয় শেখ মুজিবুর রহমান।
© রফিকুল ইসলাম ইসিয়াক

রচনাকালঃ ১৭ই মার্চ ২০২০

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.