নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বলো নেবে তো আমায়

২২ শে মার্চ, ২০২৫ রাত ৯:৫৬



আমার অসুখের খবর শুনেও তুমি এলে না।

এলেই কী ভালোবাসতে বলতাম।

জড়িয়ে ধরে উষ্ণ আলিঙ্গনে রাখতাম?

চাইতাম কি নীল অপরাজিতা ফুল?

এতটা ভয় আমাকে ?

মেয়েরা তো এরম হৃদয়হীন হয় না।

তাই বুঝি নিজেকে দোষ দিয়ে তুমি বলো," আমি ব্যতিক্রম"

তুমি তো জানো

তোমায় চোখের দেখায় আমি বড্ড আরাম পাই।

এমন অসুস্থতার দিনে

ভালো যদি না বাসো তো সে আর কী করা!

একটু তো চোখের দেখা দাও।

আচ্ছা

সব ভক্তদেরকে কী মানুষ ভালোবাসে?

সম্ভব?

তবুও তাদের সাথে সাধ্য মত দেখা করে

কুশল বিনিময় হয়।

লোক দেখানো ছবিও তোলে কখনও কখনও

হাতে হাত মেলায়।

এটুকুই তো চাই

বলো নেবে কি আমায়?

আসবে কি একবার?

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৪

শায়মা বলেছেন: মনে হচ্ছে এবার সে আসবে ভাইয়া! :)

২| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.