![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের সেই ছেলেটি যে সদা বিষন্নময়
হরেক রং এর বাহার দেখে অবাক চেয়ে রয়।
যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা
ঈদের এসব হিসাবনিকাশ, জটিলতর এক ধাঁধা ।
তার ঘরে তো জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে কি দিয়ে?
হাজার টাকার ফানুস ওড়ে লক্ষ টাকার বাজি
ঈদ নামের এ বৈষম্য সে তো বিধাতারই কারসাজি!
একলা বসে আপনমনে , ছেলেটি তাই ভাবে
জীবন যার সমস্যাও তার কে আর দায় মেটাবে!
বিধি কেন কখনও কখনও খেলে এমন নিঠুর খেলা?
কেউবা হাসে কেউবা কাঁদে নীরবে একেলা?
© রফিকুল ইসলাম ইসিয়াক
ঈদ বয়ে আনুক সকলের জীবনে আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
২| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৫
কামাল১৮ বলেছেন: শ্রেনী সংগ্রানের কথা বলেছেন কবিতায়।অনেক দিন পর দেশির পোষ্টে মন্তব্য করলাম।হক সাহেবের এলাকার লোকতো তাই একটু শ্রেনী সচেতন।
৩| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৩
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ঈদ মোবারক!