নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঈদের কবিতাঃ গলির ধারের ছেলেটা

৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৬

ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।

রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।

গলির ধারের সেই ছেলেটি যে সদা বিষন্নময়
হরেক রং এর বাহার দেখে অবাক চেয়ে রয়।

যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা
ঈদের এসব হিসাবনিকাশ, জটিলতর এক ধাঁধা ।

তার ঘরে তো জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে কি দিয়ে?

হাজার টাকার ফানুস ওড়ে লক্ষ টাকার বাজি
ঈদ নামের এ বৈষম্য সে তো বিধাতারই কারসাজি!

একলা বসে আপনমনে , ছেলেটি তাই ভাবে
জীবন যার সমস্যাও তার কে আর দায় মেটাবে!

বিধি কেন কখনও কখনও খেলে এমন নিঠুর খেলা?
কেউবা হাসে কেউবা কাঁদে নীরবে একেলা?

© রফিকুল ইসলাম ইসিয়াক

ঈদ বয়ে আনুক সকলের জীবনে আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: ঈদ মোবারক!

৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪২

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

২| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৫

কামাল১৮ বলেছেন: শ্রেনী সংগ্রানের কথা বলেছেন কবিতায়।অনেক দিন পর দেশির পোষ্টে মন্তব্য করলাম।হক সাহেবের এলাকার লোকতো তাই একটু শ্রেনী সচেতন।

৩| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৩

অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.