![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের সেই ছেলেটি যে সদা বিষন্নময়
হরেক রং এর বাহার দেখে অবাক চেয়ে রয়।
যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা
ঈদের এসব হিসাবনিকাশ, জটিলতর এক ধাঁধা ।
তার ঘরে তো জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে কি দিয়ে?
হাজার টাকার ফানুস ওড়ে লক্ষ টাকার বাজি
ঈদ নামের এ বৈষম্য সে তো বিধাতারই কারসাজি!
একলা বসে আপনমনে , ছেলেটি তাই ভাবে
জীবন যার সমস্যাও তার কে আর দায় মেটাবে!
বিধি কেন কখনও কখনও খেলে এমন নিঠুর খেলা?
কেউবা হাসে কেউবা কাঁদে নীরবে একেলা?
© রফিকুল ইসলাম ইসিয়াক
ঈদ বয়ে আনুক সকলের জীবনে আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
২| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:০৫
কামাল১৮ বলেছেন: শ্রেনী সংগ্রানের কথা বলেছেন কবিতায়।অনেক দিন পর দেশির পোষ্টে মন্তব্য করলাম।হক সাহেবের এলাকার লোকতো তাই একটু শ্রেনী সচেতন।
০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৩| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৩
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক আপু।
শুভেচ্ছা সতত ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
ইসিয়াক বলেছেন: ওকে। ঈদ কেমন কাটলো?
৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫০
Aivon বলেছেন: AI Song Generator is a state-of-the-art AI music generator that enables users to compose original, royalty-free music with ease.
AI Song Generator: https://goaimusic.com/
৬| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫১
Aivon বলেছেন: Subway Surfers is a ultimate endless runner game! Dash through vibrant cityscapes, dodge trains, collect coins, and unlock exciting characters and hoverboards.
This game provides a rich character and skateboard system. Players can unlock different characters, such as the default character Jake, Tricky, Fresh, etc. Each character has a unique charm. At the same time, the skateboard can not only provide additional protection, but also increase the speed, making the game more interesting for players. There are also abundant props in the game, such as magnets, double points, super running shoes and jetpacks, to help players get more rewards and break through obstacles during parkour.
Subway Surfers: https://subwaysurfersgame.cc/
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ঈদ মোবারক!