![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
আমরা চলেছি দুজন -দুজনার হাতে হাত রেখে।
ছইএ ঢাকা আদিমতম এক যানবাহনে ।
কাদাখোঁচা এলোমেলো অচিন পথ ধরে ।
চলেছি উদ্দেশ্যহীন -সবুজের বুক চিরে।
দুলছে দ্যোদুল ফসলের মাঠ
নাম না জানা পাখির ডাক
বাতাসে অচেনা শিস।
খাঁ খাঁ প্রান্তরে অদ্ভুত সুন্দর মোলায়েম আবেগী ধ্বনি ।
এ কী মায়াময় আবেশ।
ভালোলাগার রেশ- ভালোবাসাবাসির দেশ।
গাড়োয়ানের ভাটিয়ালীর সুরে তোমার ঝিমুনিতে আমি সংগত দেই অল্প পরে।
নিশ্চিন্তে বাহুডোরে।
আমরা চলেছি নাম না জানা কোন গন্তব্যে।
সুললিত সুর ছন্দময় একটা দিন কাটছে তো কাটছেই।
অলস প্রহরে।
প্রেমের নিমগ্নতায় নির্জনতায়
মিলেমিশে একাকার দুটি মন।
শুধু তুমি শুধু আমি
মিলেমিশে একাকার - আজ কিছু নেই হারাবার।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন: ব্লগে আরেকটি কবিতা দিয়েছি।
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।