![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
ঈশান কোনে ঝড়।
বাতাস তোড়ে ঘূর্ণিপাকে
ধুলো মাটি খড়।
পাখপাখালি ব্যস্ত চোখে
খুঁজছে আশ্রয়।
বিপদাপন্নর চোখে মুখে
অজানা শঙ্কার ভয়।
কড়কড়াকড় বাজ পড়ছে
আলোর ঝিলিকে।
প্রলয় কান্ড ঘটে চলেছে
বাংলার মুলুকে।
ঘর ছেড়ে সব বেরিয়ে এলো
খোকাখুকুর দল
হল্লা করে ডাকছে আবার
আম কুড়াতে চল।
ঝড়ের দিনে আম কুড়াতে
দারুণ মজা লাগে
গোমড়া হয় মুখ তখন যখন
কম পড়ে যায় ভাগে।
কাঁচা আম ডাসা আম
এমনিতে খুব টক
নুন সরষে মিশিয়ে খাও
মিটিয়ে মনের শখ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৩ এপ্রিল ২০২৫
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১০
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লাগলো ।