নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ঈশান কোনে ঝড়

১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৪


মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

ঈশান কোনে ঝড়।

বাতাস তোড়ে ঘূর্ণিপাকে

ধুলো মাটি খড়।

পাখপাখালি ব্যস্ত চোখে

খুঁজছে আশ্রয়।

বিপদাপন্নর চোখে মুখে

অজানা শঙ্কার ভয়।

কড়কড়াকড় বাজ পড়ছে

আলোর ঝিলিকে।

প্রলয় কান্ড ঘটে চলেছে

বাংলার মুলুকে।

ঘর ছেড়ে সব বেরিয়ে এলো

খোকাখুকুর দল

হল্লা করে ডাকছে আবার

আম কুড়াতে চল।

ঝড়ের দিনে আম কুড়াতে

দারুণ মজা লাগে

গোমড়া হয় মুখ তখন যখন

কম পড়ে যায় ভাগে।

কাঁচা আম ডাসা আম

এমনিতে খুব টক

নুন সরষে মিশিয়ে খাও

মিটিয়ে মনের শখ।

© রফিকুল ইসলাম ইসিয়াক

রচনাকালঃ ১৩ এপ্রিল ২০২৫

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১০

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.