নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দাও সাড়া

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৭



তোমার দেওয়া স্বপ্ন ছবি জমিয়ে রাখি

রাত বিরেতে দরজা খুলে অপেক্ষায় থাকি।

শোন মেয়ে তোমায় আমি ভালোবাসি

বিনিময়ে হাত বাড়ালে তাতেই খুশি।

মগ্ন রাতের নিঃশব্দ প্রহর চমকে তাকায়

আধখোলা চাঁদ হাসতে হাসতে লজ্জা লুকায় ।

ধানের শীষের নরমে জমা শিশির বিন্দু

জমে জমে ক্রমশঃ হতে পারে এক সিন্ধু।

কোন কারণে এখনও তুমি দুরে থাকো?

এমন করলে আমি কিন্তু আর ডাকবো নাকো।

তখন তোমার খুশি গুলো কান্না হবে!

জীবন ভর দুঃখ নামের বন্যা হবে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

রচনাকালঃ ১৭ এপ্রিল ২০২৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.