![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের পাশের আস্তাকুঁড়ে হতদরিদ্র এক নারী।
কাতর কণ্ঠে আর্তস্বরে করছেন আহাজারি।
দুহাতে তুলে নিয়ে এলাম পরম মমতায়।
যত্ন শুশ্রূষায় দুদিন বাদে সে নয়ন মেলে চায়।
ছলছল চোখে প্রশ্ন রেখে অবাক চোখে তাকায়!
কি আর আমি বলবো তাকে আসে না ভাবনায়।
নানা চিন্তা ভাবনার মধ্যে কত যে কিছু ভাবি
তাঁর ও মুখ দেখে মনে পড়ে মায়েরই প্রতিচ্ছবি ।
বললাম হেসে, "অবশেষে পেলাম আমার মা। "
গর্ভধারিনী না হলেও তুমিই তার যোগ্য উপমা।
আর তাই বুঝি মাতৃ রূপে ফিরলে আমার ঘরে
বহুকাল আগে যাকে আমি হারিয়েছিলাম চিরতরে।
বাগানে হঠাৎ ফুটলো যেন ফুল নব স্পর্শে।
আবার বুঝি বাজলো বীনা মিষ্টি সুরে হেসে।
এই কথাতে মা আমার চক্ষু মুদে হাসে।
একটু স্নেহের সোহাগে স্বর্গ সুখে ভাসে।
ভালোবাসাতো এমন জিনিস কেনা লাগে না।
যত খুশি বিলিয়ে দাও কখনও ফুরাবে না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৭ ই মে, ২০২৫ দুপুর ২:০৮
ইসিয়াক বলেছেন: সবাই যদি একই রকম হতো তাহলে পৃথিবীটা নিরানন্দের হতো। বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা সুন্দর। আগের চেয়ে মানুষের আবেগ কমে গেছে নানা কারণে তাই বলে এখন বিলীন হয়নি।
২| ১১ ই মে, ২০২৫ রাত ৯:০২
শায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৭ ই মে, ২০২৫ দুপুর ২:১৫
ইসিয়াক বলেছেন: তোমার প্রতিটি মন্তব্য আমার পরবর্তী লেখার অনুপ্রেরণা। মন থেকে বলছি।
কৃতজ্ঞতা রইলো।
৩| ১১ ই মে, ২০২৫ রাত ১০:১৭
ইয়া আমিন বলেছেন: খুব সুন্দর লিখেছেন
১৭ ই মে, ২০২৫ দুপুর ২:১৭
ইসিয়াক বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।
মন্তব্যে ভালো লাগা জানবেন। আশাকরি অন্য লেখাগুলোতেও আপনার মন্তব্য পাবো। ভালো থাকবেন। শুভেচ্ছা সতত।
৪| ১২ ই মে, ২০২৫ সকাল ৮:০৩
সোহানী বলেছেন: বাহ্
১৭ ই মে, ২০২৫ রাত ১১:২৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেকদিন পর আমার পাতায় আপনাকে দেখে ভালো লাগলো। শুভেচ্ছা সতত।
৫| ১২ ই মে, ২০২৫ রাত ১০:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।
৬| ১৪ ই মে, ২০২৫ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২৫ রাত ৮:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালীদের মা দিবস ইমোশনেই সীমাবদ্ধ?