![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
ঝিঁ ঝিঁ পোকাদের দুর্বোধ্য গান কী বোঝাতে চায়?
ছন্দ তালে সুর সুমধুর বোঝাবার এত কি দায়!
চাঁদ উঠেছে যদিও নামেনি প্রগাঢ় অন্ধকার।
পথ হারা বিহঙ্গ নীড়ে ছুটে চলে ব্যস্ততা অপার।
মাঝি মাল্লারা ফিরেছে ঘাটে পশ্চিম আকাশ রঙিন।
ক্লান্ত দেহ পাটাতনে সটান অবস্থা বুঝি সঙিন।
বিকেলের বৃষ্টিতে পরিচ্ছন্ন হয়েছে শুষ্ক প্রকৃতি আজ।
রূপালী সোনালী চাঁদোয়ায় বসেছে অপরূপ কারুকাজ।
বকুলের গন্ধে উদাসী বাতাস বেলা শেষের গায় গান।
ফুল সোহাগী লতা পাতায় সুখের ঐক্যতান।
মেঘ ভেসে যায় দুর পাহাড়ে বাতাস মেলেছে ডানা।
ভেজা মাটির সোঁদা গন্ধে মন হয়েছে আনমনা।
কৃষ্ণচূড়ার লালে লাল পাতায় রক্ত শপথ লেখা ।
নিজের চোখে গোধূলী বেলায় আমার বাংলাকে দেখা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
ইসিয়াক বলেছেন: আপনি আবারও নতুন নিক নিয়েছেন? বাহ বেশ!
আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়।
হ্যাপি ব্লগিং।
২| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
নজসু বলেছেন:
আমার বাংলা... এই কবিতার প্রতিটি শব্দে মাটির গন্ধ, মায়ের মুখ, আর নদীর টান পাই । ভাষা, সংস্কৃতি আর হৃদয়ের এক অসীম ভালবাসা ছুঁয়ে যায় । এমন কবিতা শুধু পড়া যায় না, অনুভব করতে হয় মন দিয়ে। অসাধারণ সৃষ্টি।
৩| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
ফেনিক্স বলেছেন:
"পাটাটনে"এর কিছু করলেন না?
৪| ২৬ শে মে, ২০২৫ সকাল ৭:৪২
এ পথের পথিক বলেছেন: 'পাটাতনে'
৫| ২৬ শে মে, ২০২৫ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: কেউ ভুল ধরিয়ে দিলে, তাকে শ্রদ্ধা করতে হয়।
এতটুকু না শিখলে কবিতা লিখবেন কি করে?
০৯ ই জুন, ২০২৫ সকাল ৯:১৬
ইসিয়াক বলেছেন: ঈদ কেমন কাটলো?
৬| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতায় রূপসী বাংলার একটি সুন্দর রূপ ফুটে উঠেছে। + +
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
ফেনিক্স বলেছেন:
কবিতায় ছন্দ থাকতে হয়।
ব্লগে কবিতা দিতে হলে উহা শু্দ্ধ করে লিখতে হয়:
"ক্লান্ত দেহ " পাটাটনে সটান ..."; ইহা কি গ্রহনযোগ্য?