![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজেগুজে তৈরি খোকন রথের মেলায় যাবে।
পাঁপড়,গজা মন্ডা,মিঠাই ইচ্ছে মতো খাবে।
কিনবে বেলুন, খেলনা গাড়ি, একটা বাঁশের বাঁশি।
ছুটবে যেথায় যেদিক খুশি হাসবে অট্টহাসি।
নাগরদোলায় উঠতে যদিও বুক ঢিপঢিপ করে।
ঘুরঘুরন্টিতে সেই মজা সাধ মেটে না চড়ে।
মেঘলা আকাশ মেঘ গুড়গুড় আশার মুখে ছাই
খোকার বেজার মুখটির দিকে তাকাবার যো নাই।
এমন দিনে বর্ষা-বাদল মানতে কি মন চায়?
মেঘ সরিয়ে সূর্য হাসুক আপন মহিমায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২৭শে জুন ২০২৫ সকাল ১০ঃ০০
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:০৭
ইসিয়াক বলেছেন: পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন।
২| ২৭ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
কামাল১৮ বলেছেন: দেশী,ছড়া খুব সুন্দর হয়েছে।
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:১১
ইসিয়াক বলেছেন: পাঠকের মন্তব্য ও ভালো লাগা একজন লেখককে সব সময় অনুপ্রাণিত করে। সময় সুযোগের অভাবে আজকাল আর সেভাবে লেখা হয় না। অনেক দিন পর একটু চেষ্টা করলাম আর কি। ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো।
শুভেচ্ছা সতত।
৩| ২৭ শে জুন, ২০২৫ রাত ৯:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: দ্বিতীয় লাইনটা সঠিক হয়নি মনে হয়। দু’হাত ভরে খাবে না হয়ে পেটপুরে খাবে অর্থবহ হয়।
২৭ শে জুন, ২০২৫ রাত ৯:১৪
ইসিয়াক বলেছেন: আমার ও তাই মনে হয়েছে। অন্য এক জায়গায় অবশ্য লিখেছি
পাঁপড়, গজা, মন্ডা, মিঠাই ইচ্ছে মতো খাবে।
গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।
৪| ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো এবং সুন্দর।
২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:২৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
৫| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
৬| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: ছড়া ভালো হয়েছে। +
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: পড়ে ভালো লাগলো ।