নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

আমি নেই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমি

২৯ শে জুন, ২০২৫ ভোর ৬:৫৭

আমার স্বোপার্জিত স্বাধীনতা হরণ করবার চেষ্টা হয়েছে বারবার।
বারবার আমাকে বিব্রত করেছে
কিছু হায়েনা নামধারী মানুষ।
আমাকে ক্ষতবিক্ষত করার মাঝেই তাদের আনন্দ
তাই বলে তাদের লাম্পট্যে আমি দিক হারাইনি
বরং
আমি চিহ্নিত করে রেখেছি সেই সব কুলাঙ্গারদের।

আমার স্বকীয়তা, উচ্ছলতা, ভালোলাগা, ভালোবাসা
নষ্ট করার প্রয়াসে উপাধি আর তকমাতে ভাসিয়ে দিতে চেয়েছে তারা
নোরাংয় আমাকে ডুবিয়েছে বারংবার।
তথাকথিত প্রশান্তির আত্নতৃপ্তিতে ঢেকুর তুলেছে যদিও
কিন্তু কোন ক্রমে আমাকে অবদমিত করতে পারেনি হাজার চেষ্টাতে।
হয়তো সাময়িক থমকে গেছি
কিছুটা সময় অজ্ঞাতবাসে গেছি
তারপর ফিরেছি লড়ায়ে ফিরেছি স্বমহিমায়,দুর্বার গতিতে ।
আমাকে বিনাশ করা অত সহজ নয়।
দাবানলকে পাথর চাপা দেওয়া সহজ কথা নয়
হ্যাঁ আমি দাবানল, আমি বারুদ, আমি মহাবিপ্লবের জলন্ত মশাল আমি বজ্র আমি বিদ্যুৎ
মুহূর্তে পোড়াতে পারি শত শত ঘর প্রাসাদ নগর মহানগর
তোমরা যতই ছক কষো বাধা দাও
ধর্মীয় লেবাসে বা শাস্ত্রের বচনে আমাকে আটকাতে পারবে না কিছুতেই
পরাশক্তির পরাকাষ্ঠায় বলি হবো একথা স্বপ্নেও ভেবো না কখনও।
আমি আমার প্রজাতিক সামর্থ্যকে নিজের চেষ্টায়
বাস্তবায়িত করছি এবং করবো
ভাঙবো সকল অনিয়ম
দূমড়ে মুচড়ে দিবো যাবতীয় শোষণের যাঁতাকল
সাবধান!
আমি ঘূর্ণি, আমি টর্নেডো, আমি মহা উচ্ছৃঙ্খল, আমি অনিঃশেষ
আমার অনন্যতন্ত্র অস্মিতা গড়েছি ভেঙেছি বারংবার
কঠোর তপস্যায় নিজেকে প্রস্তুত করেছি।
আমি শেকল ভাঙার গান
আমি অপ্রতীম।
আমি বিশ্বাস করি
আসবে সুদিন
দুর হবে যত দুরাচার অন্যায়,দূর্নীতি, অনিয়ম
সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে সর্বত্র
অত্যাচারিত হবে না আর একটি নিরিহ মানুষ।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৫ সকাল ৮:৩৬

ওমর খাইয়াম বলেছেন:



শেখ হত্যার ক্যু'টা কি বিপ্লব ছিলো, নাকি আমেরিকান ক্যু' ছিলো?

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:২২

ইসিয়াক বলেছেন: আমেরিকান ক্যু।

২| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৫৬

মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর।

২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪০

ওমর খাইয়াম বলেছেন:




অনেক ধন্যবাদ।

আমেরিকান কুটনীতিবিদরা আমাদের দেশ ও ৩য় বিশ্বের দেশগুলোকে ধ্বংস করে চলছে গত ৬০/৭০ বছর।
আমেরিকা ক্যু'কে ইডিয়টরা "বিপ্লব" বলে চালাচ্ছে।

৫| ২৯ শে জুন, ২০২৫ রাত ১০:১৪

কাঁউটাল বলেছেন: @ছাগল খাইয়াম
আংগুর ফল টক

৬| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

৭| ৩১ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতার স্পিরিট ভালো লাগল। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.