![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
(১)
ঝরঝর বারিধারা আষাঢ় গগনে
নেচে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।
কতদিন দেখিনি এমনও বরষণ
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।
বাদলধারায় লুকায় যত পাপ পঙ্কিলতা
কাব্য রূপে ফুটে ওঠে মনের কথকতা।
প্রকৃতি সেজেছে আজ নব বধূ সাজে,
বৃষ্টির আহ্বানে কদম-কেয়া ফোটে সলাজে।
[২]
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
টিনের চালে, তালে তালে।
বৃষ্টি এলো নতুন সাজে
সপ্ত সুরে বীনা বাজে।
বৃষ্টি এলো দূর পাহাড়ে
স্বপ্ন জাগে মন বাহারে।
বৃষ্টি এলো ভালোবেসে
প্রিয়ার মিঠে প্রেম পরশে।
বৃষ্টি এলো টগবগিয়ে
বন্য প্রেমের উন্মত্ততা নিয়ে ।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
নবরাগের সৃষ্টি হলো।
বেশ তো ভালো বৃষ্টি এলো
আবার শুভদৃষ্টি হলো।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২| ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১১:৫৭
কাছের-মানুষ বলেছেন: ভাল লিখেছেন। আমার ভালা লাগা রইল অনেক।
৩| ০৪ ঠা জুলাই, ২০২৫ বিকাল ৩:২৪
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর প্রকাশ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১১:০৩
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।