| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রেম!
সে-তো সাদাও নয় কালোও নয়, বহুমাত্রিক ধূসর।
মরীচিকার মতো - এ নিরীহ জীবনে ধূসর সংকট।
Sophie's choice এর মত বিতর্কিত এবং কিছুটা রহস্য মণ্ডিত।
তবু আমি সেই প্রেমের অপেক্ষায়
আজো থাকি।
আজো কাঁদি অবোধ শিশুর মতো
তুমি ফিরে এসো।
বাতাস হয়ে আমায় স্পর্শ করো
মেঘ হয়ে আমার প্রশস্ত বুকে ভাসো।
তোমার বহুমাত্রিক আকাঙ্খা
আমাকে করেছে আহত
তারই ধারাবাহিকতায়
আমার ইচ্ছেগুলো প্রতিরাতেই নিহত।
রাজনৈতিক নেতাদের মতো
তুমি খেলেই চলেছো game of power.
তুমি নির্দয়, কূটকৌশলী, স্বার্থপর
তবু তোমায় আমি খুঁজে চলেছি
দিবা-রাত্রি-ভোর।
কখনও কখনও ভেবেছি পণ বন্দি করে
তোমার ভালোবাসা আদায় করে নেবো!
উগ্রপন্থীদের মতো।
তারপর ভেবেছি আমি তো উগ্রবাদী নই।
আমি তো নিষ্ঠুর অমানবিক নই।
আমি তো প্রেমিক
ভীষণ রকম প্রেমিক
আর তাই
যে কোন শর্তে সন্ধি করতে প্রস্তুত।
শুধুমাত্র তোমার বিমূর্ত ভালোবাসার আশায়!
তুমি ফিরে এসো।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার বহুমাত্রিক আকাঙ্খা
আমাকে করেছে আহত[/sb.]
..................................................
জীবন চলার পথে এটাই বাস্তবতা,
আকাঙ্খা না থাকলে ভালোবাসা ঘর করবে কোথায় ?

৩|
১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
বাজ ৩ বলেছেন: প্রিয় কবি ইসিয়াক
অপূর্ব সুন্দর একটি কবিতা লিখেছেন।
প্রিয়জনকে নিকটে পাওয়ার আগ্রহ ফুটে উঠেছে প্রতিটি চরণে।
শুভকামনা রইলো
৪|
১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশ ও জাতির এই অবস্হায় হৃদয়ে আগুন জ্বলছে, ভালোবাসা নির্বাসিত!
৫|
১৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: অপূর্ণতা প্রেমিককে কবি করে তোলে।
৬|
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
ভালো কবিতা।
৭|
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:০২
মৌরি হক দোলা বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর পোস্ট দিলেন!!
থাকুন নিয়মিত।