![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল বিষয়ে যাওয়ার আগে আমার জীবনের একটি বাস্তব ঘটনার কথা লিখি। গত বছরের মার্চ এপ্রিল মাসের দিকে আমার পুরাতন পিসিটি আমার একজন সহকর্মীর (বয়সে আমার চেয়ে বেশ বড় এবং তার একটি ক্লাস এইটে পড়া মেয়েও আছে) কাছে বিক্রি করে দেই। আমার পুরাতন পিসিটিতে বেশ কিছু প্রয়োজনীয় ফাইল ছিল যেগুলো আমি তাকে আপাতত ডিলিট করতে মানা করি যাতে পরবর্তী সময় আমি সেগুলো আমার নেটবুটের হার্ড ড্রাইভে স্থানান্তর করতে পারি। এভাবে অলসতার কারনে আজ যায় কাল যায় কিন্তু আমার আর তার বাসায় যাওয়াও হয় না আর ফাইল গুলো আনাও হয় না। আমার সেই সহকর্মীটি কম্পিউটার সম্পর্কে প্রায় কিছুই জানে না। আমাকে প্রায় বলে তার বাসায় গিয়ে কিছু টুকটাক কম্পিউটার অপারেশন তাকে শিখিয়ে দিতে কিন্তু সময় করে যাওয়া হয়না একদিনও । যাইহোক হঠাৎ একদিন শুনলাম তিনি নাকি কোন এক কম্পিউটারের দোকান হতে তার পিসির সি ড্রাইভটি শুধু ফরমেট করিয়ে নিয়েছেন। তাকে কারন জিগাসা করতে তিনি বললেন মাঝে মাঝে নাকি তিনি কম্পিউটার রান করতে পারতেন না কাল পর্দা এসে স্থির হয়ে থাকতো। বুঝলাম ডুয়াল অপারেটিং হিসাবে উবুন্টু থাকায় তিনি এ সমস্যায় পড়তেন(যদিও তাকে বিষয়টি খুব ভাল ভাবে বুঝিয়ে দিয়েছিলাম প্রথমেই)। যাইহোক এরপর তিনি আমাকে যে প্রশ্নটি করলেন তাতে বিস্মিত না হয়ে পারলাম না। "রফিক ভাই , আপনার পিসিতে কি কোন ব্লু ফ্লিম আছে নাকি!" আমি তো একে বারে থ। এ প্রশ্নের কি উত্তর আমি তাকে দেব? আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম আপনার কিভাবে মনে হল যে আমি এই বোকামিটা করব যেখানে আপনার বাসায় একজন উঠটি বয়সের মেয়ে আছে এবং মূলত সেই পিসিটি ব্যবহার করবে। আমি বেশ কিছুটা রাগও হলাম।
এতে তিনি বলেলেন, 'কিছু মনে করবেন না রফিক ভাই। আসলে আমার শালার পিসিতে সেদিন বসছিলাম তো ...তার পিসিতে বিভিন্ন ফাইলে ক্লীক করতে করতে দেখি এই জিনিস। তাই আপনাকে জিগাসা করলাম আর কি!'
-'আপনার শালাকে জিগাসা করেনি যে সে কেন এসব জিনিস তার একজন উঠতি বয়সের নাবালিকা ভাগনী থাকার পরও তার পিসিতে সযত্নে রেখেদিয়েছে?'
-ওই বলল এগুলো নাকি পিসিতে এমনিতেই রাখতে হয়!
-কি করে আপনার শালা ?
-একটি জাতীয় দৈনিকের সাংবাদিক।
-বিয়ে করছে না করে নি?
-বিয়াও করছে ছেলে মেয়েও আছে!
যাই হোক এই হলো আমাদের সমাজের তথ্যপ্রযু্ক্তি যন্ত্র ব্যবহারের নমুনা। যাইহোক এবার আসা যাক আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশে ধর্ষণের ঘটনায়। এসব ঘটনার পর সারাদেশই আলোচনা-সমালোচনা, বাদ প্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ ইত্যাদির ঝড় বয়ে যায়। কিন্তু কিছু দিন পর আবার সব ঠান্ডা। আমরা সবাই জানি রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই যেকোন সমস্যা সমাধানের জন্য তার গোড়াতে হাত দেওয়াই সর্বোত্তম।
ধর্ষণ, ইভটিজিং ইত্যাদি যে ঘটনা গুলো ইদানিং কালে ঘটছে তা আসলে আমাদের মাঝে মোবাইল, টিভি ইন্টারনেন্ট প্রভৃতি দ্বারা ছড়িয়ে পড়া ব্যাপক হারে অশলীলতার ফসল ছাড়া আর কিছুই নয়। এসব অপরাধের বিভিন্ন বছর ওয়ারী পরিসংখ্যান দেখলে বিষয়টি সহজেই বুঝা যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে দেখছি এসব বিষয়ে কিছু বলতে বা লিখতে গেলে আগে বক্তার বা লেখকের প্রতি আক্রমনটা বেশি আসে। তাদের মৌলবাদী, ছাগু ইত্যাদি বলে খাটো করা হয় । কিন্তু একটা বিষয় আমরা সবাই এড়িয়ে যাই তা হল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা। আমরা কি পারি না সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে তাদের জন্য একটি পর্ণগ্রাফী মুক্ত ইন্টারনেন্টের এক বিশাল রাজ্যে স্বাধীন চলাচল নিশ্চিত করতে? যেখানে একজন ভবিষ্যতের ডাক্তার বা ইন্ঞ্জিনিয়ার তার প্রয়োজনীয় জ্ঞান খুব সহজেই আহরণ করতে পারবে?কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের দেশে বদলে যাও বদলে দাও স্লোগানে বি্শ্বাসী সুশীল সমাজের লোকজন আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের মাঝে ইন্টারনেন্টকে জনপ্রিয় করার চেষ্টা চালালো এসম্পর্কে কিছু বলছে না। তাহলে কি তারা সমস্যাটি নিয়ে উট পাখির মত আচরণ করছে না?অশলীলের বিপরীত হলো সুশীল কিন্তু কি এক রহস্য জনক কারনে আমাদের দেশের সুশীল সমাজ নামে পরিচিত বুদ্ধিজীবি শ্রেণীর মানুষেরা এই বিষয়টাতে নীরব ভুমিকা পালন করে চলছে।
অশলীলতাকে আসলে যেকোন মানদন্ডেই (ধর্ম, রাষ্ট্র, মানবতা) নেতিবাচক দিকে রাখা যায়। তাহলে কে আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদি হচ্ছি না?
বর্তমান সরকার দেশে তৃতীয় প্রজন্মের মোবাইল যোগাযোগ চালু করেছে যা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ কিন্তু এই শুভ উদ্যোগও সুফলা বয়ে আনতে পারবে না যদি না আমরা অশীললতামুক্ত একটি ইন্টারনেন্ট ব্যবস্থা এই নতুন যোগাযোগ ব্যবস্থায় অন্তর্ভূক্ত করতে পারি। কারন আমাদের মোট ব্যান্ড উইথের অর্ধেকের বেশি বর্তমানে অশলীল মাধ্যমে ব্যয় হচ্ছে যা ভবিষ্যতেও হবে।
লেখার শুরতে একটি ঘটনা বলেছিলাম এবার আরেকটি ঘটনার কথা বলি। আমার পাশের বাসার এক ক্লাস নাইনে পড়া ছেলে (মোজ দাড়ি এখন ভালমত গজায় নি)কিছু দিন আগে একই পাড়ার একটি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে। গত সপ্তাহে শুনি সেই ছেলেটি নাকি বাবা হয়েছে। এখন আর ছেলেটি আগের মত পাড়া খেলাধুলা করতে পারে না তাকে রুজি রোজগারের সন্ধানে ছুটেত হচ্ছে। এই যে ছেলে বা মেয়েটির ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী কে?
সুতরাং সময় এসেছে আওয়াজ তুলার, প্রতিবাদী হবার। আসুন আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদী হই, সরকারকে বাধ্য করি ইন্টারনেন্টকে পর্ণগ্রাফী মুক্ত করতে ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
নিশ্চুপ শরিফ বলেছেন: পর্ণগ্রাফি তো ভাল। আর আমরা তো আল টাইম দেখি ১৮+। মানে ১৮+ হয়ে গেলে প্রনগ্রাফি দেখা কোন সমস্যা না, এটার আসলে কোন খারাপ দিক নাই। আর এক পর্ণ দেখেব না দেখবে না এটা তার ব্যপার। আমরা তার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করতে পারিনা। আর যারা বলে পর্ণগ্রাফি বা বেহায়া পনার কারনে ধর্ষণ হয় তাহলে তারা আসলে ধর্ষক কে ধর্ষণ করার লাইসেন্স দিয়ে দিচ্চে আর ধর্ষকের অপরাধ কে ছোট করে দিচ্ছে। দুনিয়া তে মোটামুটি সবাই পর্ণ দেখে তাই বলে কি সবাই ধর্ষণ করে নাকি?
সুশীলরা এসে এগুলো এখনি বলা শুরু করবে। এদের গাছের গোঁড়া কেটে আগা তে পানি ধেলে গাছ বাঁচানোর আপ্রান চেষ্টা দেখে আমার তাদের প্রতি মায়া লাগে।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
porua বলেছেন: ekmot noi
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
ইভা_110 বলেছেন: এসব কিছুর পিছনে যে জিনিস মলত আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাহলে আমাদের কোন পরিকপ্লিত সমাজ ব্যবস্থা নেই , নেই দেশে রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। ফলে আমরা পাশ্চাত্য ও ভারতীয় অসভ্য সংস্কৃতিতে ডুবে যাচ্ছি । আমাদের দেশের শিক্ষাঙ্গনে কোন নৈতিকতাই নেই; নেই শিক্ষাগুরুদের পিতৃসুলভ ব্যক্তি ।
আমাদের দেশে রয়েছে বিজাতিয় ও অকৃষ্টি দেশব্যাপী বিস্তারের পরিকল্পিত পেলান। আছে পারিবারিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে নৈতিকতাকে ভেঙ্গে দেয়া সুচতুর পরিকল্পনা । শিষ্টাচার , নৈতিকতা, আর্দশকে ধ্বংস করার বহুমাত্রিক জনমাধ্যম।
সুতরাং যাবেন কোথায় ?! একমাত্র পথ হল জনগণকে সচেতনা আর ধর্মীয় আদর্শে নিজকে নিজের পরিবারকে বন্ধুমহলকে গড়ে তোলা । নতুবা নিশ্চিত জেনে রাখেন আপনি এবং আপনার পরিবার হুমকীর মুখে।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: গন সচেতনতা গড়ে তুলুন
বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্বের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
শার্লক বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।