নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম নাই বা দিলাম

বন্ধুত্বের আহবান...

রফিকের সাইট

<রফিক>

রফিকের সাইট › বিস্তারিত পোস্টঃ

কাছে আসার গল্প-৫

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫

কোন যেন বিখ্যাত বিদ্বান প্রশ্ন করেছেন- কার দাম বেশি গরু না মেয়েদের? গরুও দেয় সাথে টাকাও দেয় এমনটা হয় নাকি? টিনাকে প্রশ্নটা করতেই তেলে বেগুনে জ্বলে উঠল, উঠুক। একটু আকটু দুষ্টামি না করলে মেয়েরা আবার পছন্দ করে না। আরও একটু রাগানোর জন্য বললাম আচ্ছা আরেকটা প্রশ্ন করি - বলতো কলা ছেলা কেনা ভাল না ঢাকা কেনা ভাল?

-অবশ্যই ঢাকা ভাল।

-কেন ঢাকা ভাল?

-আরে পাগল ছেলা কলা কেউ কেনে নাকি?

-আমার তো ছেলা কলা-ই বেশি ভাল লাগে.....তুমি যদি জিনস ও টপস পড়ে ওড়না ছাড়া আমার কাছে আস কি যে ভাল লাগবে!

-কি আ- আমাকে ক-কলার সাথে তুলনা.....

-কলা নয় ছেলা কলা...

-খবরদার তুমি আর কখনও আমার সাথে কথা বলবা না...খবরদার

-ঠিক আছে বলবা না।

-ঠিক আছে!?

-হ্যা।

গেল ফোন কেটে। যাক! টিনা ইদানিং যে ধরনের আচরন শুরু করেছে তাতে তাকে একটু টাইট দেয়া দরকার ছিল। আর তার পরিবারকে ও একটু শিক্ষা দেওয়া দরকার আছে। আমার মত একজন প্রতিষ্ঠিত ব্যাংকারকে তাদের মনে ধরে না ….তাদের চাই ডাক্তার বা ইঞ্চিনিয়ার পাত্র। আসলে টিনাকে পছন্দ করার পেছন যতনা তাদরে ফ্যামিলি স্টাটাস দেখেছি তারে যে বেশি দেখেছি তার সৌন্দর্য্য ও সহজ স্বাভাবিক ব্যবহার। কিন্তু এতটা ছাড় তো সবাই দেবে না।



ঠিক তিন মাস পর টিনার বাবার কল আসল.....বাবা আমরা সবাই তো রাজি, কিন্তু টিনাকে তো কিছুতেই রাজি করা যাচ্ছে না! - ঠিক আছে রাজি করানোর দায়িত্ব আমার।

বুঝলাম বরফ গলতে শুরু করেছে।

-হ্যালো টিনা!

-হ্যালো।

আমি কুদ্দুস।

আমি কুদ্দুস নামে কাউকে চিনি না।

আশ্চর্য তোমার রাজপুত্রের নাম তুমি ভুলে গেছ!

রাজপুত্র না ছাই!

কিন্তু তুমি তো আমার কাছে শুধু একজন সাধারন নারী নয় আমার স্বপ্নের রানী.....

তাই!?......তবে সেদিন কেন শুধু শুধু.....

তোমাকে স্বাধীনতা দেবার জন্য....

স্বাধীনতা?

কোন জানি গাধা প্রেমিক মনীষী বলেছেন.....যাকে তুমি ভালবাস তাকে তুমি স্বাধীনতা দাও সে যদি তোমাকে ভালবাসে তবে অবশ্যই অবশ্যই তোমার কাছে ফিরে আসবে।

ফিরে কে আসল তুমি না আমি?

আমরা!

…...................................................................................

যদিও গল্পটায় কিছুটা বাস্তবতার মিল রয়েছে তবে শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রেই শেষটা এমনটা হয় না। কারন প্রেম তথা লাভ এর সাথে বৈষয়িক লাভের হিসাবটাও জড়িত। তাই তো অধিকাংশ প্রেমের সমাধি রচিত হয় বাবা মার পছন্দের পাত্র বা পাত্রীর সাথে বিয়ের মাধ্যমে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.