![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://mobile.facebook.com/arifulislam.rafsi
কি, হচ্ছে টা কি দেশে ?
আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে
আমরা আজ এসব কি শুনছি?
মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক
জেনারেল ওসমানীকে তো আওয়ামী লীগ
কোনদিনই সন্মান দিতে পারে নি ।
গত বছর কয়েক ধরে স্বাধীনতার ঘোষক শহীদ
রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকেও
ছদ্দবেশী রাজাকার,পাকিস্তানী চর
ইত্যাদি হরেক অপবাদ সইতে হয়েছে ।
মনে হচ্ছে শেখ হাসিনা সহ শেখ
পরিবারের বড় অংশই ইচ্ছা বা অনিচ্ছায়
মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে না পারাই কি
এমন হিনমন্যতার কারন ? তা কেনো হবে ?
বাংলাদেশের কোটি কোটি জনগন
সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিলেও তো
নৈতিক সমর্থন দিয়ে এই ঐতিহাসিক
সংগ্রামে শামিল হয়েছে,হয়নি??
এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যত আমরা
জানতে পারবো,মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু
পাকিস্তানের কারাগার থেকে গোপন
চিরকূটের মাধ্যমে পরিচালনা করেছিলেন
এবং এই যুদ্ধের সেনাপতি গন ছিলেন তার
নিজ পূত্র কন্যারা ছাড়াও শুধুমাত্র
আওয়ামী লীগের নেতারা ।
নতুন প্রজন্মকে দেশের জন্ম ইতিহাস নতুন
করে জানতে হবে। তাহলে আমরা এতো দিন
যা জেনে এসেছি ,তার সবই ছিলো ভূল,শুধু
ভূল ?????
©somewhere in net ltd.