নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাফসি।আমি মুসলিম পরিবারের ছেলে।বাবা এবং মায়ের একমাত্র ছোট ছেলে।নব্বই এর মাঝামাঝি কোনো এক সময় মধ্যে রাতে আমার জন্ম।সেই থেকে আজ অবধি ছুটে চলেছি জীবননগরে।

রাফসি ইসলাম

https://mobile.facebook.com/arifulislam.rafsi

রাফসি ইসলাম › বিস্তারিত পোস্টঃ

Say To No Abortion

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩


একজন গর্ববতী মহিলা স্ত্রীরোগ
বিশেষজ্ঞের কাছে
গেল এবং বললেন, “ডাক্তার ম্যাডাম,
আমার একটি সমস্যা রয়েছে এবং আমি উদগ্রীব
হয়ে আছি আপনার থেকে একটি সলিউশানের জন্য।
আমার বাচ্চার বয়স ১ বছরও হয়নি আর এর মাঝেই আমি
আবার গর্ভবতী হয়ে গেছি! এত কাছাকাছি আমি বাচ্চা-
কাচ্চা চাই না।”

ডাক্তার বললেন, “তা বুঝলাম, তবে আমি আপনাকে
কিভাবে সাহায্য করতে পারি?”
মহিলাটি বললেন, “আমি চাই আপনি আমার গর্ভাবস্থা
হটিয়ে দিন, এবং এই ব্যাপারে আমি আপনার উপর আস্থা
রাখছি।”
.
ডাক্তার ম্যাডাম মাথায় কিছু অংক কষলেন এবং কিছুক্ষন
নীরবতা অবলম্বনের পর মহিলাটিকে বললেন,
“আমার কাছে আপনার জন্য আরও ভাল একটি আইডিয়া
রয়েছে।”
(ডাক্তার ম্যাডাম তার কথায় হাঁ মিলাবেন ভেবে মহিলার
হাসি এগাল-ওগাল হয়ে গেল।)
.
ডাক্তার ম্যাডাম বলে গেলেন..
“দেখুন, আপনি যেহেতু দুইজন বাচ্চাকে একসাথে
পালতে চাচ্ছেন না, আসুন আপনার কোলের
বাচ্চাটিকেই মেরে ফেলি। এই ভাবে, আপনি একটু
রেস্টও করতে পারবেন অন্য বাচ্চাটি জন্মানোর
আগে! যদি একটি বাচ্চাকে মারতে হয়, তাহলে তো
একজনকে মারলেই হল, কোন বাচ্চাকে মারা হল
সেটা তো কোন বিষয় হবার কথা না।

এমনকি, আপনার
দেহের অসুস্থতার কোন প্রকার ঝুঁকিই থাকবে না
যদি আপনি আপনার কোলের বাচ্চাটির ব্যাপারে এই
সিদ্ধান্ত নেন।"
মহিলাটির চোখ বিস্ফারিত হয়ে গেল এবং তিনি ভীত
গলায় বললেন,
“থামুন ডাক্তার! কি বলছেন এসব উল্টা-পাল্টা?! একটি
বাচ্চাকে খুন করা বিশাল অপরাধ!”
ডাক্তার বললেন- “আমি তো আপনার সাথে একমত!
তবে আমার মনে হল এই অপরাধ সাধনে
আপনারকোন সমস্যা নেই, তাই ধরে নিয়েছিলাম এটা
আপনার জন্য খুব ভাল সলিউশন।”
.
(ডাক্তার ম্যাডাম হেসে উঠলেন এবং বুঝতে
পারলেন যে তিনি তার বক্তব্য মহিলাটির কাছে
পৌঁছাতে পেরেছেন। তিনি মহিলাকে বোঝাতে
সক্ষম হলেন যে- "অলরেডি জন্মেছে এবং
গর্ভে রয়েছে.. এই দুই বাচ্চাকে খুন করার মধ্যে
কোন পার্থক্য নেই। " অপরাধ অপরাধই রয়ে যায়!)
.
--- “আর তোমরা তোমাদের সন্তানদেরকে
দারিদ্রতার ভয়ে হত্যা করো না। তাদেরকেও আমি
রিযিক দেই এবং তোমাদেরকেও। নিশ্চয়
তাদেরকে হত্যা করা মহাপাপ।”
|| আল- কুর’আন [১৭:৩১] ||
.
☞☞ say no to Abortion

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.