| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো কথা বলে লাভ নেই। মানুষ শান্তি চায়। সরকার যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে তো সব ঠিক। বিরোধী দল পারলে অশান্তি করবেই। কীভাবে তাদের সামলাবে সেটি সরকারের ব্যাপার। নিজেরা ঠিক থাকলে বিদেশীরা কিছুই না। গার্মেন্টস ঠিক মত চললে, অর্ডার সিডিউল ঠিক রাখতে পারলে, বিদেশী ব্যবসায়ীরা মাল নিবে ঠিকই। তারা আমাদের লাভ দেখে না। এতো গণতান্ত্রীক দেশ বাদ দিয়ে আমাদের দেশের মাল নেয় কেনো? নিজেদের লাভেই আমাদের গার্মেন্টস এর মাল নেয়। কম দামে পায় তাই নেয়। এখন আর গার্মেন্টস এর উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। এখন আইটির যুগ। আমাদের যোগ্যতা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে............................................ ।
©somewhere in net ltd.