নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা ইশতিয়াক

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক)

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক) › বিস্তারিত পোস্টঃ

বিহারি

২২ শে জুন, ২০১৪ রাত ১০:৪৮

কালশিতে যেসকল বিহারি নারি ও শিশু নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, সেই ঘটনার প্রতিবাদ এবং বিচার দাবি করছি। বিহারিদের খাসালত কেবল তাদেরসাথে যারা বসবাস করে তারাই অনুধাবন করতে পারে। দূরে বসে যারা দয়া দেখান তারা নিজের কাছে নিয়ে একজনকেও আশ্রয় দিবেন না, এমনকি কাজের লোক হিসেবেও নিজের বাড়িঘরে থাকতে দিবেন না, নিজে তাদের বন্ধু হবেন না, নিজের সন্তানদেরকে তাদের সন্তানদের সাথে বন্ধুত্ব/মেলামেশা করতে দিবেন না, যে স্কুলে অধিক সংখ্যায় বিহারিরা পড়ে সেই সেই স্কুলে তাদের সন্তানদের পড়াবেন না, এটাই বাস্তবতা। হয়তো এসব কারনেই বিহারিদেরকে তাদের প্রিয় পাকিস্তান, অপ্রিয় ভারত নিতে চাচ্ছে না।



শেষ কথা হচ্ছে- বিহারিদেরকে বিভিন্ন শিল্প এলাকায় সরিয়ে দিলেই এসব সমস্যার কিছুটা লাঘব সম্ভব। অন্যথায় সব চেষ্টায় গুঁড়েবালি। কেননা তারা এখন ভোটার। তাদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে, বার বার রাজনীতি হবে। যারা এখন বিহারিদের পুনর্বাসনের কথা বলেন, ক'দিন পরে তারা রোহিঙ্গাদের পুনর্বাসনের কথাও বলবেন! এসব বাম-রাজাকারদের কথা কানে নিলে রোহিঙ্গা-রাজাকার-বিহারিদের স্বর্গরাজ্যে (চরম জঙ্গি মৌলবাদি রাষ্ট্রে) পরিনত হবে এই বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.