| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাহী জন্ম চট্টগ্রাম শহরে। আমার রক্তের গ্রুপ: এবি নেগেটিভ। বেড়ে ওঠা ঐ চট্টগ্রামেই, বিদেশ থেইক্কা দেশেই ভালো তাই বর্তমানে দেশেই আছি। কামলা দেই দেশের নামকরা একটা লোহা ফেক্টরিতে। কামডা মোটামোটি ভালোই, কোনমতে বউ পোলা নিয়া খাইয়া পইরা বাইচ্চা আছি। ২৭ মার্চ ২০১১ ইং তারিখে আমার পোলা জারীফ আইলো আমাগো কোলে। এখন অবসর সময়ে পোলার লগে খুট খাট আর হুট হাট করতে করতেই সময় পার হয়। আমার ই-মেইল এড্রেস Rahi10@জিমেইল.কম
ফেসবুকে ঘুরতে ঘুরতে কাগুর পেইজে চলে গেলাম।
![]()
আমাদের কিছু নেই। মোস্তফা জব্বারের মত উঁচু মহলে উঠা-বসা নেই, নেই হোমরা চোমরাদের সাথে খাতির। উনার মত আমাদের প্রিন্টিং আর ইলেক্ট্রনিক্স মিডিয়াতে অবাধ বিচরণ নেই। আমাদের পকেট ভর্তি ভাষা বিক্রির কাঁড়ি কাঁড়ি টাকাও নেই। আমাদের এসব কিছুই নেই। তবু আমি আমাদের নিঃস্ব ভাবি না। আমাদের যা আছে তা মোস্তফা জব্বারের কখনো ছিল না, কখনো হবে না। আমাদের আছে ঐক্য, মাতৃ ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর আছে অভ্র নামের কী-বোর্ড। যখনই কেউ মিথ্যার হুংকারে সত্যের গলা টিপে ধরতে চাইবে আমি আমার কী-বোর্ডে গুঞ্জন তুলব। আমি জানি আমার মত হাজার হাজার মানুষ তাদের কী-বোর্ডে গুঞ্জন তুলবে। আমাদের সম্মিলিত গুঞ্জন হয়ে যাবে মিছিল। আর সে মিছিলের শ্লোগানের তোড়ে ভেসে যাবে যত অসত্যের পাপাচার, ভেসে যাবেই।
লেখাগুলো আমার না ব্লগার মানুষ ভাইয়ের পোষ্ট থেকে ওনার অনুমতি না নিয়েই পোষ্ট দিলাম। সরি মানুষ ভাই ছবি গুলোর সাথে আপনার লেখা গুলো যায় তাই কপি করে দিয়ে দিলাম।
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১১
নিঃসঙ্গ বলেছেন: দেখছি ![]()
ভয়ে ভয়ে আছি কখন কাগু আমাগোরে দৌড়ানি দেয়।
২|
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮
বাহারুল ইসলাম বাহার বলেছেন: +
৩|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৬
রাজুবিডি বলেছেন:
অভ্রু র সাথে আছি... মোস্তফা জব্বার যদি আইনি প্রক্রিয়ায় যায় কপিরাইট কিংবা হয়রানির উদ্দেশ্যে(যাওয়াটা স্বাভাবিক এক অভ্রুর জন্য তার ৫ কোটি টাকা লস এবং উপর মহলে তার হাত অনেক লম্বা) বিজয় বেচা টাকা দিয়া জব্বার সাহেব মামলার খরচ চালাবেন কিন্তু অভ্রু টিম খরচ দেবে কোথা থেকে ।তাই অভ্রু টিমের জন্য মামলার খরচ চালানোর জন্য একটা তহবিল করার প্রস্তুতি নিতে হবে।আমরা ছোট কিন্তু আমাদের স্বমন্বিত শক্তি অভ্রু কে নিয়ে যাবে অনেক দূর। আশা করি অভ্রুর আগামি ভার্শনে আসকি সাপোর্ট আসবে, যাতে করে প্রকাশনা জগত জব্বারের বিজয় থেকে মুক্ত হতে পারে।
উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই...
৪|
২২ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৯
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: Click This Link
৫|
২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৬
ছোট সরকার বলেছেন: ভালোই তো লাগছে, তয় কাগুরে না................পোষ্টেরে
৬|
১০ ই মে, ২০১০ ভোর ৪:৫৫
ইবনুস সাবীল বলেছেন: "আমাদের আছে ঐক্য, মাতৃ ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর আছে অভ্র নামের কী-বোর্ড। যখনই কেউ মিথ্যার হুংকারে সত্যের গলা টিপে ধরতে চাইবে আমি আমার কী-বোর্ডে গুঞ্জন তুলব। আমি জানি আমার মত হাজার হাজার মানুষ তাদের কী-বোর্ডে গুঞ্জন তুলবে। আমাদের সম্মিলিত গুঞ্জন হয়ে যাবে মিছিল। আর সে মিছিলের শ্লোগানের তোড়ে ভেসে যাবে যত অসত্যের পাপাচার, ভেসে যাবেই। "
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৮
চন্দন বলেছেন: জব্বার কাগু অভ্র সার্পোটার বিশ্বাস না হলে দেখে আসুন