![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু কি ছিল না তব সুখদুঃখ যত,আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরি মতো,হে অমর কবি! ছিল না কি অনুক্ষণরাজসভা-ষড়্চক্র, আঘাত গোপন?কখনো কি সহ নাই অপমানভার,অনাদর, অবিশ্বাস, অন্যায় বিচার,অভাব কঠোর ক্রূর—নিদ্রাহীন রাতিকখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি?তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মলফুটিয়াছে কাব্য তব সৌন্দর্যকমলআনন্দের সূর্য-পানে; তার কোনো ঠাঁইদুঃখদৈন্যদুর্দিনের কোনো চিহ্ন নাই।জীবনমন্থনবিষ নিজে করি পানঅমৃত যা উঠেছিল করে গেছ দান।
©somewhere in net ltd.