নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবের এই জৎগতে আপন কেহ রবে না।শূণ্য হাতে ফিরে যেতে হবে ঐ অচিন দেশে।

Rahim Hasan

Rahim Hasan › বিস্তারিত পোস্টঃ

আজও মনে পরে তোমাকে

২৫ শে মে, ২০১৭ রাত ৮:২১

আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, কাছের মানুষ গুলো কেনো জানি দুঃখ দিয়েই সান্তনা পাই।রঙের এই নিল দুনিয়াই যাদেরকে গভীর আপন মনে করেছিলাম তারাই আজ অজস্ত্র রজনীতে দুঃখের সাগরে পেলে দিয়ে চলে গেছে।তাও তাদের কে দোসারুপ করি না,কপালের লিখন কেউ বদলাতে পারে না।আমি হয়তো তার অজান্তে কোনো বিরাট দোস/অপরাধ করেছিলাম, যার কারনে সে আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে।সে হয়তো জেনে গেছে তাকে আমি ভুলে গেছি।কিন্তু,না! তাকে আমি এক মুহুত্বের জন্যও ভুলিতে পারি না।তার সাথে কাটানো প্রতিটা মুহুত্ব আমার হৃদয়ের হৃদস্পন্দনে গাধা হয়ে আছে।তাকে যে ভুলে খুবই কঠিন কাজ।তার টানা টানা চোখের পলক বার বার আমার হৃদয়ে ধুলা দিয়ে যাই।তার মিষ্টি মনের হাসি আমায় করেছে উঁধাসী।তার কথা বলার ভঙ্গি করেছে আমার জীবনের সঙ্গি।এক মুহুত্ব না দেখিলে বাঁচে না বোধ হয় এই পরান।এত ভালোবাসিলাম তারে,তবুও সে ফাকি দিল আমারে।সে হয়তো ভুলে গেছে, কাউকে কষ্ট দিয়ে নিজেকে পাপ মুক্ত করা যাই না।কাউকে দুঃখের নদীতে ভাসিয়ে নিজে সুখের সওয়ারে ভাসতে পারে না।আজ অভরাক্লান্ত মনে,বলে যাই তারে।সুখ যদি পাও,তুমি ভুলো না মোরে,সাত জনম ধরে থাকিব তোমার স্মৃতিকাতর হয়ে।
আজও বুঝিলে না ওগো প্রিয়াসী।
সুখে থেকো তুমি,এই কামনাই করি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:২৩

Rahim Hasan বলেছেন: Amar fb address

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.