![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তি যতটা দিয়েছে ঠিক ততটা নিয়েছে ও... আবেগ, অনুভুতি, অপেক্ষা শব্দগুলো প্রযুক্তির অবিধানে নেই... এখন চিঠি লিখার মানুষ নেই, পত্রবাহকের অপেক্ষা নেই... একই রুমে অনেক মানুষ কিন্তু কোন আড্ডা নেই, শোরগোল নেই, সবাই প্রযুক্তির ছোয়ায় আচ্ছন্ন...।
ভদ্র পল্লির মানুষগুলো বড় বড় রেস্টুরেন্টে চেক-ইন-চেক-ইন,শো-অফের খেলায় ভুলেই গেছে
একই শহরের নিচু শ্রেণির লোকগুলোর আজ রাতেও খাবারের জোগাড় হয়নি...।
এখন লাশের সাথেও ছবি তোলা হয়,কবরে নেমেও ছবি তোলা হয়... প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অসংখ্য আত্মহত্যার পিছনের গল্প... বিশ্বাস ভাঙা গড়ার এই মিথ্যে জগৎটায় তবুও সবার প্রিয়...।
সারা রাত নেটওয়ার্কিং, চ্যাটিং, গসিপিং, লাইকিং , শেয়ারিং এর নেশায় মেতে থাকার পর ১৬ই ডিসেম্বার, ২৬ মার্চ, অপারেশন সার্চলাইট কি তাতো প্রজন্ম গুলিয়ে ফেলবেই... "But they are GPA 5" বুঝতে হবে...।
আমাদের এখন আর সকাল বেলার পাখি হওয়া হয় নাহ, মা আর রাগ করে সকাল হয়নি বলে ঘুমোতে বলে নাহ... বরং ঘুমটা ভাঙাতে পারলেই মা খুশি... অভ্যাস এর বদলটা খুব একটা ভালো হয়নি... অতি আসক্তি ভালো কিছুই শেখায়নি...।
আইনস্টাইন ঠিকই বলেছিলো-
"I fear the Day when technology will surpass our human interaction. THE WORLD WILL HAVE A GENERATION FULL OF IDIOTS"...।
©somewhere in net ltd.