নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দেশ ও দেশনেতা

০১ লা জুন, ২০১৬ রাত ১০:১২

দেশ ও দেশনেতা / রইসউদ্দিন গায়েন
দেশের কথা শুনলে পরান যায় যায়--
করে একশ’ কোটি ভারতবাসী হায় হায়!

কী বলবো নতুন নতুন নেতায়
মিষ্টি ভাষণ শুনি যেথায় সেথায়
(দেখি) এক নেতারে আর এক নেতা খায় খায়!
দেশের কথা শুনলে পরান যায় যায়।।

সাজপোশাকে মহাত্মাজীর ভক্ত
কিন্তু,জোকেঁর মতো খায় মানুষের রক্ত
রক্তাভাবে সুভাষ করেন হায় হায়!
দেশের কথা শুনলে পরান যায় যায়।।

নীতিকথা বোঝায় জনগণে--
‘ভোট দিতে গো রেখো আমায় মনে।
তোমার সর্বদুঃখ মোচন হবে নিশ্চয়’--
দেশের কথা শুনলে পরান যায় যায়।।

দেশের কথা শুনলে পরান যায় যায়।।
যখন অনাহরে ছোট্ট শিশু কাঁদে
তখন নেতার ঘরে বিরিয়ানী রাঁধে
যত পেট মোটারই দল সেখানে যায় যায়।
দেশের কথা শুনলে পরান যায় যায়।।

স্বাধীনতা আনলো যে নেতাজী—
ইঙ্গো-চামচা কয় সে বদ্ মেজাজী।
দেশকে দুভাগ ক’রে তালি বাজায়।
দেশের কথা শুনলে পরান যায় যায়।।

আসতো যদি সে নেতাজী ফিরে—
গায়েন,করতো বরণ মহা-সিন্ধুতীরে
অখন্ড দেশ গাইতো তারি জয় জয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:০৫

সোজোন বাদিয়া বলেছেন: "আসতো যদি সে নেতাজী ফিরে—
গায়েন,করতো বরণ মহা-সিন্ধুতীরে
অখন্ড দেশ গাইতো তারি জয় জয়!"
- আমারও মনে হয় নেতাজীর অভাবেই যেন সমস্ত ভারতবর্ষের ইতিহাসটা বিপথে চলে গেল। মনে হয় বর্তমানের বাংলাদেশও এমন ভয়াবহ দূরবস্থার মধ্যে পড়তো না। কংগ্রেসকে গান্ধি-নেহেরুর হাতে ছেড়ে দিয়ে যাওয়ার ভুলটা উনি যে কেন করলেন সেই আফসোস আমি ভুলতে পারিনা।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০

খায়রুল আহসান বলেছেন: নেতাজীর অন্তর্ধান না হলে আজ ভারত উপমহাদেশের অবস্থা অন্য রকম থাকতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.