নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সময়ে রেখেছি পা

০২ রা জুন, ২০১৬ রাত ১০:০৮


‘এ---ই পৃথিবীর গাড়িটা থামাও---
আমি নেমে যাবো’।
সময়ে তো পা রেখেছিলাম---
তবে থামবো কেন,নামবো কেন?
‘এ গাড়ি নেবো না---আমি অন্য গাড়ি নেবো’।
আদিম সংস্কারের অহঙ্কারে,
নাম দিয়েছি ‘সনাতন’।
‘পুরাতন’ সমার্থক হ’লেও, সংঘর্ষ অহরহ।
সনাতনী সদ্ভাবনায় আমরা দ্বিখন্ডিত,
পুরাতনী আদব-কায়দায় আমরা সুসজ্জিত।
কোথায় রাখবো পা?
যবন-কাফের আঙিনা আমার জন্য নয়,
মন্দির-মস্জিদ দূরেই শোভা পায়।
জান্নাত-স্বর্গারোহণ দুঃসাধ্য---
সনাতনী-পুরাতনী চোখ রাঙিয়ে দেখায়
নরক-দোজখের পথ।
সময়ে যে রাখবো পা---কিসের যাত্রাপথে?
কোন্ প্রত্যাশায় এ মিথ্যে সমারোহ?
তুমি কি বন্ধন-মুক্ত? স্বাধীন?
তুমি জেনেও জানো না ---
তুমি তোমাতেই নেই,
তুমি রীতিসিদ্ধ,অথবা রীতিবদ্ধ।
রীতিমুক্ত স্বাধীন সত্ত্বা নেই তোমার---
তাই তুমি পরাধীন।
কখনো পারিবারিক নাগপাশে বন্দী,
কখনো সমাজ-শৃঙ্খলে আবদ্ধ,
কখনো ধর্মের সুতোয় বাঁধা।
অবাক-বিস্ময়ে চেয়ে দেখি---প্রতিদিন,প্রতিক্ষণ
অগণ্য সজ্ঞান মানুষের,সচেতন অপমৃত্যু।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.