| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
‘এ---ই পৃথিবীর গাড়িটা থামাও--- 
আমি নেমে যাবো’। 
সময়ে তো পা রেখেছিলাম--- 
তবে থামবো কেন,নামবো কেন? 
‘এ গাড়ি নেবো না---আমি অন্য গাড়ি নেবো’। 
আদিম সংস্কারের অহঙ্কারে, 
নাম দিয়েছি ‘সনাতন’। 
‘পুরাতন’ সমার্থক হ’লেও, সংঘর্ষ অহরহ। 
সনাতনী সদ্ভাবনায় আমরা দ্বিখন্ডিত, 
পুরাতনী আদব-কায়দায় আমরা সুসজ্জিত। 
কোথায় রাখবো পা? 
যবন-কাফের আঙিনা আমার জন্য নয়, 
মন্দির-মস্জিদ দূরেই শোভা পায়। 
জান্নাত-স্বর্গারোহণ দুঃসাধ্য--- 
সনাতনী-পুরাতনী চোখ রাঙিয়ে দেখায় 
নরক-দোজখের পথ। 
সময়ে যে রাখবো পা---কিসের যাত্রাপথে? 
কোন্ প্রত্যাশায় এ মিথ্যে সমারোহ? 
তুমি কি বন্ধন-মুক্ত? স্বাধীন? 
তুমি জেনেও জানো না --- 
তুমি তোমাতেই নেই, 
তুমি রীতিসিদ্ধ,অথবা রীতিবদ্ধ। 
রীতিমুক্ত স্বাধীন সত্ত্বা নেই তোমার--- 
তাই তুমি পরাধীন। 
কখনো পারিবারিক নাগপাশে বন্দী, 
কখনো সমাজ-শৃঙ্খলে আবদ্ধ, 
কখনো ধর্মের সুতোয় বাঁধা। 
অবাক-বিস্ময়ে চেয়ে দেখি---প্রতিদিন,প্রতিক্ষণ 
অগণ্য সজ্ঞান মানুষের,সচেতন অপমৃত্যু।।
©somewhere in net ltd.