নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

‘বঙ্গ’ নয়, ‘বাংলা’ নয়,-- ‘নতুন বাংলা’

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩



আন্দামান থেকে বলছি / রইসউদ্দিন গায়েন
‘বঙ্গ’ নয়, ‘বাংলা’ নয়,-- ‘নতুন বাংলা’
আমি প্রশাসনিক কারণে নাম পরিবর্তনের কথা বলবো না। স্বাধীনতার নামে কলঙ্কিত ইতিহাসের পাতা থেকে অখন্ড বাংলার নাম মুছে গেছে। তাই ‘বঙ্গ’ অথবা ‘বাংলা’ নাম হলে অনেকটা নিক্ নেম বা ডাক নামের মতো শোনায়। আমি চাই পশ্চিমবঙ্গ’র নাম হোক ‘নতুন বাংলা’। অনেকের মতে ‘বঙ্গ’ নাম হওয়াই ভাল— প্রাচীন বাংলার রূপ আমরা দেখতে চাই, ‘বঙ্গ’ নামের মধ্যে। আবার রবীন্দ্রনাথের গানে যখন শুনি ‘বাংলার মাটি বাংলার জল’ বাংলার বায়ু, বাংলার ফল’ অথবা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’। ...তখন যেন ‘বাংলা’ নামটাই অনেক আন্তরিক মনে হয় আমাদের কাছে। জীবনানন্দ’র ‘রূপসী বাংলা’ এই দুটো শব্দে বাংলার চিরন্তন রূপ ফুটে ওঠে! বাংলার ইতিহাস বড় বিচিত্র। লর্ড কার্জন বাংলা ভাঙলো, পঞ্চম জর্জ জুড়ে দিল। সবশেষে ‘র‌্যাডক্লিপ’ অলঙ্ঘ্য সীমারেখা তৈরি করল। বাঙালিদের কেউ বেদনার্ত হদয়ে বললো—আহা! আবার অদ্ভুতানন্দে উৎফুল্ল হয়ে কেউ বলল বাহ! বাহ!... যে বাংলার জন্য আমরা গর্ব অনুভব করি, সে প্রাচীন বাংলার রূপ যে আজ নেই, তা বলাই বাহুল্য। স্বাধীনতার নামে কলঙ্কিত ইতিহাসের পাতা থেকে যখন পূর্ব বাংলার নাম মুছে গেল,তখন পশ্চিমের কথা কেন এতকাল ধরে স্মৃতি রোমন্থন করতে হ’ল? ‘পশ্চিমবঙ্গ’ নামটি ছিল, এখনো আছে সাধারণ মানুষের মনে। বহুকাল ধরে পূর্ববঙ্গও ছিল মানুষের মনে। সুকুমার রায়ের লেখা ‘ অবাক জলপান’-এ এক পথিকের কথায় তা’ আজও স্মরণীয় হয়ে আছে—‘আজ্ঞে, আমি পুব গাঁয়ের লোক। একটু জলের খোঁজ করছিলুম’। এসব কথা আজ ধুলিধুসর ইতিহাস।
পশ্চিম বাংলায় এখন নব জাগরণের জোয়ার। অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের প্রতিটি মূহুর্ত’র ইতিবাচক ভাবনা দিয়ে গড়া এ বাংলা। তাঁর কন্ঠের অগ্নিক্ষরা বাণী দিয়ে গড়া এ বাংলা। তাঁর স্বপ্ন’র রঙিন তুলি দিয়ে আঁকা এ বাংলা। তাঁর প্রতিবাদী কর্মজীবনের আগুন দিয়ে গড়া এ বাংলা। শ্রাবণের ধারার মতো রবীন্দ্র-বাণীর অর্ঘ্য দিয়ে সাজানো এ বাংলা। ধর্মাধর্ম, জাতপাতের অভিশাপমুক্ত এ বাংলা, আজ নতুনের ডাকে জেগে উঠেছে! ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা—আধমরাদের ঘা মেরে তুই বাঁচা’। জীর্ণ-পুরাতনকে দূরে ঠেলে, নতুনের এ আহ্বানে জেগে উঠবে নতুন বাংলা। তাই আজ থেকে এপার বাংলার নাম হোক, ‘নতুন বাংলা’!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

গেম চেঞ্জার বলেছেন: পশ্চিমবংগ থেকে নতুন বাংলা!!!!!!! মন্দ না। তবে বাংলা হলেও সমস্যা কী? আমাদের তো বাংলাদেশ নাম নিচ্ছে না। :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:১০

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠকবন্ধু গেম চেঞ্জার,
আপনি আমার পছন্দ'র নামটি 'মন্দ না' বলেছেন, এজন্য ধন্যবাদ! তবে আপনার ভাল লাগা 'বাংলা' নামটি আন্তর্জাতিক ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। 'বাংলা' বলতে প্রধানত বাংলা ভাষাকেই বোঝায়। ভাষা'র নাম আর রাজ্য'র নাম একরকম হওয়া তো বাঞ্ছনীয় নয়। বাংলাদেশের ভাষা 'বাংলা', এই কথাগুলি কত ভাল লাগে শুনতে, তাই না?

২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

অশ্রুকারিগর বলেছেন: এতো ভং চং এর কি দরকার। বাংলাদেশের সাথে জুড়ে গেলেই তো পারে। ইংরেজীতে west bengal সবার পরে আসে বলে প্রশাসনিক কাজে সবার পরে স্থান হয় এই অজুহাতে কিছুদিন আগে নাম বদলিয়ে পশ্চিম বংগ রাখলো। এখন আবার বদলায়, পরিচয় নিয়ে এতো সন্দিহান!

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠকবন্ধু অশ্রুকারিগর,
আপনার ইতিবাচক মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ! দ্বিখন্ডিত বাংলা বা বঙ্গভূমির ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। আপনার কথা 'বাংলাদেশের সাথে জুড়ে গেলেই তো পারে'---খুবই অর্থবহ। রবীন্দ্রনাথ দুই বাংলার মানুষের হাতে রাখী পরিয়ে, বাংলার মাটি, বাংলার জল,বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক,পুণ্য হউক,পুণ্য হউক'-- বলে সেই বার্তা দিয়েছিলেন। কিন্তু হতভাগ্য জাতি তার মর্মার্থ বুঝতে পারে নি। তাই বাংলার আকাশে আবার দেখা দিল, দুর্যোগের ঘনঘটা। অবশেষে,এক রক্তক্ষয়ী সংগ্রামে, তৈরি হল বাংলাদেশ,পৃথিবীর একটিমাত্র বাংলা ভাষার দেশ - বাংলাদেশ। কিন্তু পশ্চিমবঙ্গ রয়ে গেল পুববিহীন, পশ্চিমবঙ্গ হয়ে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৫

নীলাকাশ ২০১৬ বলেছেন: আওয়ামীদের পাছায় শক্ত মুলিবাশ ঢুকিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে তারা না পারবে বঙ্গবন্ধু বলে কাউকে ডাকতে, না পারবে তাদের প্রাণের "জয় বাংলা" স্লোগান দিয়ে মানুষকে বিব্রত করতে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

সোহাগ সকাল বলেছেন: বাংলাদেশের সাথে মিশে যাওয়াই উচিৎ। অখন্ড বাঙলা জীবনে দেখতে পাবো কিনা কে জানে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.