নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আর কতটা পথ পেরোলে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

‘বেলি’—তুমি অন্য এক নারী
আমার যখন কিছুই ভাল লাগে না,
তোমার কাছে ফিরে আসি—
তুমি আমার কবিতা, তা’ জেনেছি ।
তোমাকে ছেড়ে থাকার যন্ত্রণা বুঝেছি বলেই
আজ পিছু ফিরে দেখা ।
সৌদি-দাসী জীবনের চেয়ে
বাংলার ভাঙা কুঁড়ে-ঘরে যে সুখ,
তা’ তোমাকে দেখেই শিখেছি ।
নারী-জীবন অসহায়া,
নিত্য দারিদ্র-নির্ভর—
এ নিষ্ঠুর সত্য, আজ তোমার জীবনে ।
তবুও পথের শেষে, আশার আলো—
মাটির প্রদীপ শিখা জ্বলে উঠল—
তোমার সেই ভাঙা কুটির প্রাঙ্গণে ।
একদিন আসব আমি, তোমার পায়ে হেঁটে-চলা
সবুজ বাংলার মেঠো পথ ধ’রে—
শুধু একবার তোমাকে দেখার জন্যই !!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সূর্যালোক । বলেছেন: ভালো কবিতা+

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ,পাঠক-বন্ধু,'সূর্যালোক'-- আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য!

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সনেট কবি বলেছেন: বেশ

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫৬

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় সনেট কবি--আপনার মন্তব্য প্রকাশ করার জন্য !

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৮ ভোর ৪:০১

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় কবি রাজীব নুর ভাই--আপনার সুন্দর মন্তব্য প'ড়ে কিছু লেখার উৎসাহ পাই। দুঃখিত যে আমি দীর্ঘদিন ব্লগ আসতে পারিনি।.।শুভেচ্ছা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.