| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভাল খাবার আনব ব’লে—
জাফর সেই যে বেরিয়ে গেল,
আর ফিরল না ।
একবার একটা শাড়ি কিনে, আদুরে গলায়
মিনু—মিনু— ব’লে  ডাকতে ডাকতে
কাছে এসে বসল।
বলল—‘বৌ, এত সবজি এনেছিস,
আমার জন্যে বুঝি?
এই দ্যাখ্ বৌ, ক’টা টাকা পেতেই
বাজার থেকে তোর জন্যে এনেছি এই শাড়ি’!
জাফরের কাজ ভুল পথের,
হয়তো সঙ্গ দোষেই ।
তাই মিনু চেয়েছিল অন্য কোথাও, 
দুটি মনের ছোট্ট এক, দুঃখ-সুখের বাসা ।
একদিন, তাদের মাটির ভাঙা ঘরে ,
অতিথি আসার খবর পেয়ে—
নতুন আনন্দে বেরিয়েছিল সে ,
ভাল খাবার নিয়ে, ফিরব ব’লে ।
কিন্তু আর ফেরা হ’ল না ।
শোনা গেল—গুলিবিদ্ধ জাফর ।
অন্ধকার নেমে এল মিনুর জীবনে । ....
মানহা-রাশেদের ঘরে তখন  আনন্দ-মেলা
সুখের  আবেশে দুটি পাখি ।
রাশেদের  কাজ কী ছিল—
নাই বা  থাকল কবিতায়,
বুঝে নিতে হয়, কখনও ।
কালের নিয়তি—
রাশেদের ঘরে ফেরা হ’ল না ।
কা’রা যেন নিয়ে গেল—
কোন্ আঁধারের ঠিকানায় !
মিনু-মানহা আজও করুণ নয়নে
 পথ চেয়ে থাকে—
এক অজানা প্রতীক্ষায় !
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৮:৪৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় সনেট কবি-- ধন্যবাদ ! খুব খুশি হলাম,আমার কবিতা, ভাল হয়েছে বলার জন্য!
২| 
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা অসাধারন হয়েছে।যা বুঝলাম কেউ কারো সাথে বিনা কারনে অন্যায় করলে তার প্রাপ্তিও ঠিক তেমনি হয়।
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৮:৫৫
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় বন্ধু মাহমুদুর রহমান,আন্তরিক ধন্যবাদ, আপনার বিশ্লেষণাত্মক ও ইতিবাচক  মন্তব্য প্রকাশ করার জন্য !
৩| 
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ৮:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৯:০৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, আপনার সুন্দর মন্তব্য প্রকাশের জন্য !
৪| 
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই দেশে!
মন্দ পথেতো নয়ই। ভিন্নমতেও নেই।
মিনু -মানহার সংখ্যা বাড়ছে ক্রমশ! শেষ কোথায়?
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৯:১৯
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-বন্ধু বিদ্রোহী ভৃগু, শেষ কোথায় তা'তো জানি না। তবে আমরা আশাবাদী; হয়তো নতুন আলোয় ওরা একদিন নতুন পথ খুঁজে পাবে ! ধন্যবাদ, আপনার চিন্তামূলক মন্তব্য প্রকাশ করার জন্য !
৫| 
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:৪৫
রাকু হাসান বলেছেন: আরে গায়েন ভাই!  
  কোথায় ছিলেন ? আমি তো মিস করেছি । সেই যে পর্ব লিখে গেলেন তো গেলেনই । ভালো আছেন ? সহজ ভাষায় কবিতাটিও ভালো হয়েছে । +
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই, টেকনিকাল সমস্যার জন্য অনেকদিন লগ-ইন করা সম্ভব হয়নি। যা'হোক অনেক কষ্টের পর আবার আপনাদের কাছে আসতে পারলাম। ধন্যবাদ, কবিতাটি প'ড়ে আপনার ভাল লাগার কথা জানানোর জন্য! আমি ভাল আছি ভাই,আপনাদের সকলের দোয়ায়! শুভেচ্ছা রইল !...সঙ্গে থাকবেন!
৬| 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ১০:০২
গায়েন রইসউদ্দিন বলেছেন: সামুর বন্ধুরা সবাই ভাল থাকবেন। আমার ব্লগে এসে কথা বললে খুশি হ'ব ! প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশ দিলে আরও আনন্দ পাব।
৭| 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। এটা কি সাম্প্রতিক কালের কোন সত্য ঘটনা নিয়ে রচিত?
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ১১:৪৭
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় লেখক জনাব খায়রুল আহসান-- আপনি ঠিকই বলেছেন--সত্য ঘটনাটি নিয়ে একটি টেলিফিল্ম তৈরি করা হয়েছে। এটি দেখার পর আমি এভাবে কবিতার মত প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপনার প্রেরণাদায়ক মন্তব্য প্রকাশ করার জন্য! শুভেচ্ছা !!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ৭:৫১
সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।