নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও সেই বাংলা আমায় ডাকে-
যার সাথে জড়িয়ে আছে আমার শৈশব-স্মৃতি।
ফেলে আসা বসন্তের ব্যাকুল বেদনা জাগায় কখনও
ঘননীল সমুদ্রের ওপার থেকে কে যেন আমার প্রতীক্ষায়
হারানো স্মৃতির পথ ধ'রে।
এই অপরূপ পাহাড়ি ঝর্ণা,নারকেল-সুপুরির সারি,
শ্যামল বনভূমি--
নাম না জানা তরুশাখে অচেনা পাখিদের কলতান,
সবুজ শস্যক্ষেত্র আমায় টানে, কোন অদৃশ্য শক্তিতে।
সাগরবেলায় আনন্দ-লহরীর অস্থির উন্মাদনা-
মলয় বাতাসের দীর্ঘশ্বাসে,শুনতে পাই
আমার বাংলা-মায়ের ডাক!
আশ্রয় প্রকৃতির রূপরাজ্যে-
দেখেছি নাটোরের বনলতা এখানেও।
বঙ্গভূমি থেকে বঙ্গসাগরোপকূলে-
আমার দূঃখ-সুখের নিত্যসঙ্গী।
'বঙ্গ' পরিচয়ে আবার পূব-পশ্চিম?
অথচ বিশ্বায়নে উদার!
বাংলা ছেড়ে জংলা দেশে,
আর এক বাংলা গড়েছিলাম--
কিন্তু দূষণমুক্তির আশা সেখানেও দেখি ঋণাত্মক!
এত দর কষাকষি?
চাকুরির মোহে পরিত্যক্ত ভাষা-সংস্কৃতি?
বিশ্বকবির,বিশ্ববাণীর অকালমৃত্যু!
নির্বাক আত্মবিলাপই শুধু মুক্তির উপায়?
প্রতীক্ষমাণ আমরা,প্রতীক্ষারত দ্বীপবাংলার মানুষ।
আমার এ ফরিয়াদী বার্তা পৌঁছে যাক,
সচেতন বিশ্বমানবসভায়-
পৌঁছে যাক বাংলার মেঠো পথ ধ'রে,
সবুজ শস্যক্ষেত্রে,সোনালি ধানক্ষেত,
নদীর বুকে,পাখির কন্ঠে,
উদাসী বাউলের একতারায়!
আমার মধুর বাংলাভাষায়-
জেগে উঠুক বিশ্বভূবন!!
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় সাগর শরীফ--আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য !
২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নদীর বুকে,পাখির কন্ঠে,
উদাসী বাউলের একতারায়!
আমার মধুর বাংলাভাষায়-
জেগে উঠুক বিশ্বভূবন!!
..................................................................................
ভাই শ্যামল শীতল ছায়া কোথায় পাবেন ?
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: হয়তো ঠিকই বলেছেন বন্ধু স্বপ্নের শঙ্খচিল, কিন্তু আপনার মতো স্বপ্নের শঙ্খচিল হয়ে এক স্বপ্নময় পৃথিবীর খোঁজ করা তো যেতেই পারে । আপনি কী মনে করেন ?
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ,ভাই রাজীব নুর--আপনার সুন্দর মন্তব্য করার জন্য !
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্রাভো ব্রাভো ব্রাভো
আসুন তবে ঘুরে বেড়াই ।
.................................................................................................
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, ভাই স্বপ্নের শঙ্খচিল---চিত্রসহযোগে আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্য প্রকাশ করার জন্য !!
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: 'বঙ্গ' পরিচয়ে আবার পূব-পশ্চিম? - দারুণ একটা প্রশ্ন করেছেন।
নেতাজীকে নিয়ে লেখা আপনার প্রথম দিকের একটা কবিতা পড়ে মন্তব্য রেখে এলাম।
১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৫
গায়েন রইসউদ্দিন বলেছেন: আমার সালাম নেবেন খায়রুল আহসান ভাই। বেশ কয়েকমাস পরে এখানে এসে আপনার মন্তব্য চোখে পড়ল। অশেষ ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য! কৌতুহলোদ্দীপক প্রশ্নটি উল্লেখ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।
৬| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: কিছুটা দেরীতে হলেও, প্রতিমন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
সাগর শরীফ বলেছেন: সুন্দর ++