নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আজও সেই বাংলা

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯


আজও সেই বাংলা আমায় ডাকে-
যার সাথে জড়িয়ে আছে আমার শৈশব-স্মৃতি।
ফেলে আসা বসন্তের ব্যাকুল বেদনা জাগায় কখনও
ঘননীল সমুদ্রের ওপার থেকে কে যেন আমার প্রতীক্ষায়
হারানো স্মৃতির পথ ধ'রে।
এই অপরূপ পাহাড়ি ঝর্ণা,নারকেল-সুপুরির সারি,
শ্যামল বনভূমি--
নাম না জানা তরুশাখে অচেনা পাখিদের কলতান,
সবুজ শস্যক্ষেত্র আমায় টানে, কোন অদৃশ্য শক্তিতে।
সাগরবেলায় আনন্দ-লহরীর অস্থির উন্মাদনা-
মলয় বাতাসের দীর্ঘশ্বাসে,শুনতে পাই
আমার বাংলা-মায়ের ডাক!
আশ্রয় প্রকৃতির রূপরাজ্যে-
দেখেছি নাটোরের বনলতা এখানেও।
বঙ্গভূমি থেকে বঙ্গসাগরোপকূলে-
আমার দূঃখ-সুখের নিত্যসঙ্গী।
'বঙ্গ' পরিচয়ে আবার পূব-পশ্চিম?
অথচ বিশ্বায়নে উদার!
বাংলা ছেড়ে জংলা দেশে,
আর এক বাংলা গড়েছিলাম--
কিন্তু দূষণমুক্তির আশা সেখানেও দেখি ঋণাত্মক!
এত দর কষাকষি?
চাকুরির মোহে পরিত্যক্ত ভাষা-সংস্কৃতি?
বিশ্বকবির,বিশ্ববাণীর অকালমৃত্যু!
নির্বাক আত্মবিলাপই শুধু মুক্তির উপায়?
প্রতীক্ষমাণ আমরা,প্রতীক্ষারত দ্বীপবাংলার মানুষ।
আমার এ ফরিয়াদী বার্তা পৌঁছে যাক,
সচেতন বিশ্বমানবসভায়-
পৌঁছে যাক বাংলার মেঠো পথ ধ'রে,
সবুজ শস্যক্ষেত্রে,সোনালি ধানক্ষেত,
নদীর বুকে,পাখির কন্ঠে,
উদাসী বাউলের একতারায়!
আমার মধুর বাংলাভাষায়-
জেগে উঠুক বিশ্বভূবন!!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

সাগর শরীফ বলেছেন: সুন্দর ++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় সাগর শরীফ--আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য !

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নদীর বুকে,পাখির কন্ঠে,
উদাসী বাউলের একতারায়!
আমার মধুর বাংলাভাষায়-
জেগে উঠুক বিশ্বভূবন!!

..................................................................................
ভাই শ্যামল শীতল ছায়া কোথায় পাবেন ?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: হয়তো ঠিকই বলেছেন বন্ধু স্বপ্নের শঙ্খচিল, কিন্তু আপনার মতো স্বপ্নের শঙ্খচিল হয়ে এক স্বপ্নময় পৃথিবীর খোঁজ করা তো যেতেই পারে । আপনি কী মনে করেন ?

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৪৬

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ,ভাই রাজীব নুর--আপনার সুন্দর মন্তব্য করার জন্য !

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্রাভো ব্রাভো ব্রাভো
আসুন তবে ঘুরে বেড়াই ।

.................................................................................................

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, ভাই স্বপ্নের শঙ্খচিল---চিত্রসহযোগে আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্য প্রকাশ করার জন্য !!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: 'বঙ্গ' পরিচয়ে আবার পূব-পশ্চিম? - দারুণ একটা প্রশ্ন করেছেন।
নেতাজীকে নিয়ে লেখা আপনার প্রথম দিকের একটা কবিতা পড়ে মন্তব্য রেখে এলাম।

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: আমার সালাম নেবেন খায়রুল আহসান ভাই। বেশ কয়েকমাস পরে এখানে এসে আপনার মন্তব্য চোখে পড়ল। অশেষ ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য! কৌতুহলোদ্দীপক প্রশ্নটি উল্লেখ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই।

৬| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: কিছুটা দেরীতে হলেও, প্রতিমন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.