নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

শেষ ভালবাসা

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:৫২

শেষ ভালবাসা
- রইসউদ্দিন গায়েন


আর্শিনগরের সেই মেয়েটির পথ চেয়ে
আজও এপারের ‘মোহন’ দাঁড়িয়ে থাকে ।
মিলনাত্মক দৃশ্যের সাক্ষী—
আজও সেই খাল-বিল-পুকুর,
সবুজ ক্ষেত, সন্ধ্যা লগ্ন !
খোলা খামের মধ্যে ‘শোভা’-র
প্রথম ও শেষ চিঠিতে লেখা ছিল—
‘অপেক্ষা করো, আমি ফিরে আসব’।
পোস্ট অফিসে চিঠি নিতে এসে,
মোহনের চোখে পড়ে ‘শোভা’।
একদিন বসন্তের উদাসী হাওয়ায়,
দেখা হ’ল দুজনের ।
বর্ণভেদের রাঙাচোখ ওদের পিছু পিছু ।
তবুও বাধা মানে না, দুটি মন ।
দেখা হয়, কথা হয়—
কিছু অর্থবহ, কিছু অর্থহীন ।
হৃদয়ের একূল ওকূল ভাঙে,
জাগে আনন্দ-অশ্রু-শিহরণ !
তারপর, একদিন এল বৈশাখী ঝড়—
‘শোভা’-র দূরারোগ্য ব্যাধির
শেষ ঠিকানা— আরোগ্য-নিকেতন ।
শোভা, আর ফিরল না !!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেষ ঠিকানা— আরোগ্য-নিকেতন ।
শোভা, আর ফিরল না !!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভালোবাসার কোন শেষ নাই, মরিয়াও অমর থাকে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় স্বপ্নের শঙ্খচিল--- আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

ইমু সাহেব বলেছেন: পড়লাম কবিতা ,কিন্তু মনে হল একটি ছোট গল্প পড়লাম । বেশ ভালো ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: চমৎকার বলেছেন প্রিয় ইমু সাহেব-- গল্পই তো। গল্প, কবিতার ঢঙে বলার চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য প্রকাশের জন্য !!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: পরিচয়ে হঠাৎ শেষ সমাপ্তি । কষ্টের ভালোবাসা গড়তে যেমন কঠিন ঠিক শেষ হওয়াটা আরো কষ্টের । তবে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না শেষ হয় না । টিকে থাকে সারাজিবন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় আকিব হাসান জাভেদ--আপনার ভাবনাসমৃদ্ধ মন্তব্য প্রকাশ করার জন্য !

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: কোনো ছেলে যদি তার আশেপাশের সব মেয়েগুলোকে রাণীর মতো সম্মান করে তবে বুঝতে হবে সেই ছেলে নিজেও কোনো রাণীর হাতেই লালিত পালিত হয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই---আপনি অনেক সুন্দর বলতে পারেন। ধন্যবাদ, আপনার অসাধারণ সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.