নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ ভালবাসা
- রইসউদ্দিন গায়েন
আর্শিনগরের সেই মেয়েটির পথ চেয়ে
আজও এপারের ‘মোহন’ দাঁড়িয়ে থাকে ।
মিলনাত্মক দৃশ্যের সাক্ষী—
আজও সেই খাল-বিল-পুকুর,
সবুজ ক্ষেত, সন্ধ্যা লগ্ন !
খোলা খামের মধ্যে ‘শোভা’-র
প্রথম ও শেষ চিঠিতে লেখা ছিল—
‘অপেক্ষা করো, আমি ফিরে আসব’।
পোস্ট অফিসে চিঠি নিতে এসে,
মোহনের চোখে পড়ে ‘শোভা’।
একদিন বসন্তের উদাসী হাওয়ায়,
দেখা হ’ল দুজনের ।
বর্ণভেদের রাঙাচোখ ওদের পিছু পিছু ।
তবুও বাধা মানে না, দুটি মন ।
দেখা হয়, কথা হয়—
কিছু অর্থবহ, কিছু অর্থহীন ।
হৃদয়ের একূল ওকূল ভাঙে,
জাগে আনন্দ-অশ্রু-শিহরণ !
তারপর, একদিন এল বৈশাখী ঝড়—
‘শোভা’-র দূরারোগ্য ব্যাধির
শেষ ঠিকানা— আরোগ্য-নিকেতন ।
শোভা, আর ফিরল না !!
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় স্বপ্নের শঙ্খচিল--- আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য!
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩
ইমু সাহেব বলেছেন: পড়লাম কবিতা ,কিন্তু মনে হল একটি ছোট গল্প পড়লাম । বেশ ভালো ।।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫
গায়েন রইসউদ্দিন বলেছেন: চমৎকার বলেছেন প্রিয় ইমু সাহেব-- গল্পই তো। গল্প, কবিতার ঢঙে বলার চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য প্রকাশের জন্য !!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭
আকিব হাসান জাভেদ বলেছেন: পরিচয়ে হঠাৎ শেষ সমাপ্তি । কষ্টের ভালোবাসা গড়তে যেমন কঠিন ঠিক শেষ হওয়াটা আরো কষ্টের । তবে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না শেষ হয় না । টিকে থাকে সারাজিবন ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় আকিব হাসান জাভেদ--আপনার ভাবনাসমৃদ্ধ মন্তব্য প্রকাশ করার জন্য !
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: কোনো ছেলে যদি তার আশেপাশের সব মেয়েগুলোকে রাণীর মতো সম্মান করে তবে বুঝতে হবে সেই ছেলে নিজেও কোনো রাণীর হাতেই লালিত পালিত হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই---আপনি অনেক সুন্দর বলতে পারেন। ধন্যবাদ, আপনার অসাধারণ সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য !!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেষ ঠিকানা— আরোগ্য-নিকেতন ।
শোভা, আর ফিরল না !!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভালোবাসার কোন শেষ নাই, মরিয়াও অমর থাকে ।