নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সাঁওতালী মেয়ে কাজল

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭


কাজল নামে সাঁওতালীদের মেয়ে
যেন,পাথর কেটে নিখুঁত ক'রে গড়া।
চলতো পথে সাঁওতালী গান গেয়ে,
দরদে তার দীলটি ছিল ভরা॥
পাহাড়পুরে সে কোন মায়ার টানে
খেলতো কত ফুলপাখিদের সাথে।
সারি সারি শাল-মহুয়ার বনে,
খুশির নেশায় সকাল-বিকাল-রাতে॥
সামনে এলো বন-ফাগুনের মেলা
দোল দিয়ে যায় মাতাল সমীরণ।
বসন্তে কোন্ মন-পবনের ভেলা,
কাজল-মনে স্বপ্ন অনুক্ষণ॥
সজল নামে লালপাহাড়ের ছেলে
কাজলপানে ক্ষণিক ফিরে চায়।
পাতার বাঁশি,বেলুন-বেচা ফেলে,
কাজলকে সে ডাকলো ইশারায়॥
'ডাকছো ক্যানে?তুমি কে গা কও!
মুরে তুমি চিনো বুঝি তাই?
কুথায় বা ঘর আমারে সুনাও-
হিথা তো মোর আপন কেহ নাই'॥
সজল শুধু সজল-চোখে বলে:
'তুমি যেন ছিলে আমার মিতা!
হারিয়েছিলাম তোমায় কোনো কালে,
তুমি যেন সাবিত্রী,মোর সীতা'॥
'কাজল বিটি!'দাঁড়িয়ে দূরে মা
'আয় মা বুকে,কোথায় ছিলি তুই?
তোরই তরে দিন যে কাটেনা,
ঘর ছাড়া তুই কেমন ক'রে রই'॥
মায়ের আঁচল ধ'রে কাজল চলে
মনেই থাকে শুধু মনের কথা।
সজল শুধু নীরব ভাষায় বলে,
'ফাগুন দিলো আগুন জ্বালা ব্যথা!!

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

ঢাকার লোক বলেছেন: সুন্দর !!

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ পাঠক-বন্ধু,আপনার ভাবাবেগ প্রকাশ করার জন্য !

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি, আপনার ইতিবাচক মন্তব্য প্রকাশের জন্য !

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দরভাবে একজন পাহাড়ি নারীর জীবনের গল্প বলে গেলেন কাব্যিকতায়, মুগ্ধতা রইল ছন্দ কথামালায়।

শুভকামনা জানবেন

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-বন্ধু নাঈম জাহাঙ্গীর নয়ন, ধন্যবাদ, আপনার সুন্দর ভাবনাসমৃদ্ধ মন্তব্য প্রকাশ করার জন্য !!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

মেহেদী হাসান হাসিব বলেছেন: মনোমুগদ্ধকর!! +++

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

মেহেদী হাসান হাসিব বলেছেন: মনোমুগ্ধকর***

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ পাঠক-বন্ধু, মেহেদী হাসান হাসিব, আপনার প্রশংসাসূচক মন্তব্য প্রকাশ করার জন্য !

৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

সুদীপ কুমার বলেছেন: ++++

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ পাঠক-বন্ধু সুদীপ কুমার, আপনার প্রেরণাদায়ক সাঙ্কেতিক মন্তব্য প্রকাশ করার জন্য !

৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩

আখেনাটেন বলেছেন: সাঁওতাল মেয়ে কাজলকে নিয়ে শব্দের চমৎকার জাল বুনেছেন। আমার ছোটবেলাটা এদেরকে কাছ থেকে দেখেছি। কী চমৎকার মনের ওরা?

অসীম ভালোবাসা রইল এই প্রান্তিক মানুষগুলোর প্রতি। সাথে আপনাকেও ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় আখেনাটেন,আপনাকেও জানাই ধন্যবাদসহ অসীম ভালবাসা, কবিতাটি প'ড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য !

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই, আপনার মন্তব্য প্রকাশের জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.