নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আমি কাশ্মীর

০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

আমি কাশ্মীর ১
পৃথিবীর কাছে আমি
এক অনিন্দ্য-সুন্দর
স্নিগ্ধ-শীতল শ্যামলিমা ।
তাই সবাই আমাকে বলে ‘ভূ-স্বর্গ’।
আমার এই সবুজে-শিশিরে ঢাকা
বন-বীথিকার পথে দেখেছি
অগণ্য অচেনা মানুষ।
শুনেছি তাদের অসির ঝনঝনানী,
আর হিংস্র পদধ্বনি !
আমার সন্তানরা ঘুমের ঘোরে
শিউরে শিউর ওঠে আজও।
ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে
বলে—মাগো ওরা কা’রা?
উত্তর ছিল না আমার মুখে !
আমার দু-চোখে জলের ধারাই ছিল
তাদের কাছে না-বলা উত্তর ।
আমার ডান চক্ষুর অশ্রুধারা আজও
অবিরাম বয়ে চলেছে সিন্ধু-নদীর পথে,
আর বাম চক্ষুর অশ্রুধারায় পূর্ণ হয়েছে
গঙ্গা থেকে পদ্মা ।

আমি কাশ্মীর ২
আমি কাশ্মীর—
আমার সন্তানরা তাই কাশ্মীরী—
না হিন্দুস্তানী, না পাকিস্তানী ।
আমার সন্তানরা শুধু আমারই ।
কিন্তু ওই কালো মানুষরা তা’ বুঝতে চায়নি ।
যুগ যুগ ধ’রে তারা অত্যাচার চালিয়েছে ।
অগণ্য ক্ষতচিহ্ন আমার বুকে ।
সন্তানহারা মা-ই কেবল জানে
তার কী দুঃসহ যন্ত্রণা !
সন্ত্রাসীদের তো ভাষা নেই,
সমবেদনার ভাষা নেই,
মানবিকতার ভাষা নেই
বিবেক নেই রোবটের মত ।
আছে শুধু মারণাস্ত্র’র অহঙ্কার
আর হিংস্র হুহুঙ্কার ।
সেইসব কালো মুখ,
দেখতে দেখতে দেখতে
পার হয় সীমাহীন সময়চক্র ।
অহরহ শুনি আমার দশদিক ঘিরে
অবিরাম সন্ত্রাসী-শব্দ ।
আজ আরও ঘন অন্ধকার—
অনাহারে, অর্ধাহারে, গৃহবন্দী
আমার সন্তানরা ।
জানি না, কবে স্বাধীন-সূর্য
ঘোষণা করবে—
‘কাশ্মীরের ভাগ্য,
কাশ্মীরের জনগণই
নির্ধারণ করুক—‌’
না ভারত, না পাকিস্তান ।
আমি শুধু আমারই –
এই হোক সত্য-প্রতিষ্ঠা !
আর প্রত্যক্ষ সাক্ষী থাকুক
সম্মিলিত জাতিপুঞ্জ ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আকাশ্মীর বাসীদের খুব খারাপ সময় যাচ্ছে এখন।

২| ০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২০

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় লেখক-কবি রাজীব নুর ভাই,
সেই দুঃসময়ের কথা ভেবেই তো নতুন ক'রে কলম ধরতে বাধ্য হয়েছি। আজ কাশ্মীরীদের জীবনে এক ভয়ানক মানবিক বিপর্যয় নেমে এসেছে। মানুষ হয়ে মানুষের জন্য কি কিছু করার নেই? কিছু বলার নেই? কোথায় গেল লেখক-কবিদের প্রতিবাদী ভাষা? ...ভাল থাকবেন!

৩| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রাকু হাসান বলেছেন:

অনেক দিন পর দেখছি ব্লগে আপনাকে । আপনার কাছ থেকে দারুণ একটি সিরিজ পড়ে ছিলাম কাশ্মির সর্ম্পকে । কৃতজ্ঞতা ।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১:০৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই,
কাশ্মীর সম্পর্কিত আমার পোস্টটি মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ! কাশ্মীর উপত্যকায় এখন করুণ শোকের ছায়া। কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবেই। আমাদের সকলের একটা কথা মনে রাখার দরকার যে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে, নীরব দর্শকের ভূমিকা পালন করা--- কোনও সুস্থ বিকেসম্পন্ন মানুষের কাজ হতে পারে না।...ভাল থাকবেন, সঙ্গে থাকবেন!! এখন থেকে আশা করি আপনার সঙ্গে প্রায়ই দেখা হবে, কথা হবে এভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.