নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নজরুল জীবনের শেষ অধ্যায়
সুফী জুলফিকার হায়দারের লেখা এই বইটির অনেক পুরানো একটি কপি আমার কাছে আছে । আমার যতদূর মনে পড়ে ‘সামু’-তে একসময় এই বইটি কারো কাছে আছে কিনা জানতে চেয়েছিলেন, কোনো একজন লেখক-বন্ধু । আমি বলেছিলাম ‘আমার কাছে আছে, আমার ই-মেলে যোগাযোগ করুন’ শুধু একজন বন্ধু সিডনী, অস্ট্রেলিয়া থেকে ই-মেলে যোগসূত্র রেখেছিলেন, আমার কাছে তখন পিডিএফ কপি না থাকার জন্য পুরো বইটার স্ক্যান্ড কপি করে পাঠিয়েছিলাম । এখন আমি সেভাবে সামু-তে প্রকাশ করতে পারি । তাই দেরি না ক’রে আজ থেকে প্রকাশ করার চেষ্টা করছি । পাঠক-বন্ধুদের কাছে অনুরোধ ফন্ট ছোট হওয়ার জন্য একটু অসুবিধা হতে পারে, সেজন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভেচ্ছা নিরন্তর !!
১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন, আপনার মন্তব্য প্রকাশ করার জন্য! আমি লিখেই প্রকাশ করার চেষ্টা করব ।
২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: স্ক্যান্ড কপি যাঁরা ই-মেলে পেতে চান, আমার ই-মেলে লিখুন । আমার ই-মেল [email protected]
৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩০
নেওয়াজ আলি বলেছেন: নজরুল ইসলাম কে নিয়ে লিখতে চাইলেন মনে হয়
১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪০
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু, ঠিক বলেছেন কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সুফী জুলফিকার হায়দার যে দলিল রেখে গেছেন, তা চির অক্ষয় থাকুক--'নজরুল জীবনের শেষ অধ্যায়'। আর সঙ্গে থাকুন, প্রিয় বন্ধু আপনারা সবাই । শুভেচ্ছা সর্বক্ষণ !!
৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: নজরুল সম্পর্কে জানি আমি।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা পড়তে ম্যাগ্নিফাইং গ্লাস লাগবে। এর চেয়ে ভালো অল্প অল্প করে লিখে প্রকাশ করুন।