নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটি পাখি
- রইসউদ্দিন গায়েন
দুটি পাখি
পাখি দুটি রোজ সকালে আসতো ।
আমার ঘরের জানলার কাছে,
একটা তারের ওপর বসতো ওরা ।
পাশাপাশি এমনভাবে থাকতো,
যেন ওরা চিরসুখী, চিরসুন্দর !!
মাথায় কৃষ্ণচূড়া পাখিটি ডানদিকে,
আর বামে তার প্রেয়সী ।
নাম না-জানা পাখি দুটি
প্রতিদিন আসতো ঊষার আলোর সাথে ।
ভোরের হাওয়ায়, মিষ্টি গলায়—
আমার ঘুম ভাঙাতো ।
একদিন দেখি প্রেয়সী একা—নীরব কন্ঠ তার ।
প্রশ্ন আমার মনে—একা কেন?
পরদিনও দেখি একা ।
আরও একটি সকালের প্রতীক্ষায়—
তখনও আমি আধো ঘুমে ।
ফুটলো ঊষার আলো—
কিন্তু না, এল না সেই কৃষ্ণচূড়া-পাখিটি !
সাথীহারা পাখিটি এসেছিল আরও কিছুদিন ।
তারপরও দীর্ঘ প্রতীক্ষা—
না, এল না কেউ আর ।
সেই তারের রাজপ্রাসাদ আজ শূন্য !
মনে মনে ভাবি—
ছোট্ট দুটি পাখির জন্য
এত মায়া কেন, আমার মনে ?
একটা করুণ কান্না যেন স্তব্ধ হয়ে আছে বুকে—
নাম না-জানা ছোট্ট দুটি পাখির জন্য !!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫
গায়েন রইসউদ্দিন বলেছেন: ঘরের ভিতর থেকে মোবাইল ক্যামেরায় তুলেছি। জানলায় কাচ থাকার জন্য, ছবিগুলি স্পষ্ট আসেনি। মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ !
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৮
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: চমৎকার লেখা...
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় মাসুদুর রহমান, আপনার প্রশংসনীয় মন্তব্য প্রকাশের জন্য !
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এ পৃথিবী পাখিদের হোক। মানুষ না থাকলেও চলবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠক-লেখক বন্ধু-- এরপর আর কিছু বলার থাকে না।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
তবে ছবি গুলো জানি কেমন।