নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দুটি পাখি

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

দুটি পাখি
- রইসউদ্দিন গায়েন

দুটি পাখি
পাখি দুটি রোজ সকালে আসতো ।
আমার ঘরের জানলার কাছে,
একটা তারের ওপর বসতো ওরা ।
পাশাপাশি এমনভাবে থাকতো,
যেন ওরা চিরসুখী, চিরসুন্দর !!
মাথায় কৃষ্ণচূড়া পাখিটি ডানদিকে,
আর বামে তার প্রেয়সী ।
নাম না-জানা পাখি দুটি
প্রতিদিন আসতো ঊষার আলোর সাথে ।
ভোরের হাওয়ায়, মিষ্টি গলায়—
আমার ঘুম ভাঙাতো ।
একদিন দেখি প্রেয়সী একা—নীরব কন্ঠ তার ।
প্রশ্ন আমার মনে—একা কেন?
পরদিনও দেখি একা ।
আরও একটি সকালের প্রতীক্ষায়—
তখনও আমি আধো ঘুমে ।
ফুটলো ঊষার আলো—
কিন্তু না, এল না সেই কৃষ্ণচূড়া-পাখিটি !
সাথীহারা পাখিটি এসেছিল আরও কিছুদিন ।
তারপরও দীর্ঘ প্রতীক্ষা—
না, এল না কেউ আর ।
সেই তারের রাজপ্রাসাদ আজ শূন্য !
মনে মনে ভাবি—
ছোট্ট দুটি পাখির জন্য
এত মায়া কেন, আমার মনে ?
একটা করুণ কান্না যেন স্তব্ধ হয়ে আছে বুকে—
নাম না-জানা ছোট্ট দুটি পাখির জন্য !!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
তবে ছবি গুলো জানি কেমন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: ঘরের ভিতর থেকে মোবাইল ক্যামেরায় তুলেছি। জানলায় কাচ থাকার জন্য, ছবিগুলি স্পষ্ট আসেনি। মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ !

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৮

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: চমৎকার লেখা...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় মাসুদুর রহমান, আপনার প্রশংসনীয় মন্তব্য প্রকাশের জন্য !

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এ পৃথিবী পাখিদের হোক। মানুষ না থাকলেও চলবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠক-লেখক বন্ধু-- এরপর আর কিছু বলার থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.