নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজল নামে সাঁওতালীদের মেয়ে
যেন,পাথর কেটে নিখুঁত ক'রে গড়া।
চলতো পথে সাঁওতালী গান গেয়ে,
দরদে তার দীলটি ছিল ভরা॥
পাহাড়পুরে সে কোন মায়ার টানে
খেলতো কত ফুলপাখিদের সাথে।
সারি সারি শাল-মহুয়ার বনে,
খুশির নেশায় সকাল-বিকাল-রাতে॥
সামনে এলো বন-ফাগুনের মেলা
দোল দিয়ে যায় মাতাল সমীরণ।
বসন্তে কোন্ মন-পবনের ভেলা,
কাজল-মনে স্বপ্ন অনুক্ষণ॥
সজল নামে লালপাহাড়ের ছেলে
কাজলপানে ক্ষণিক ফিরে চায়।
পাতার বাঁশি,বেলুন-বেচা ফেলে,
কাজলকে সে ডাকলো ইশারায়॥
'ডাকছো ক্যানে?তুমি কে গা কও!
মুরে তুমি চিনো বুঝি তাই?
কুথায় বা ঘর আমারে সুনাও-
হিথা তো মোর আপন কেহ নাই'॥
সজল শুধু সজল-চোখে বলে:
'তুমি যেন ছিলে আমার মিতা!
হারিয়েছিলাম তোমায় কোনো কালে,
তুমি যেন সাবিত্রী,মোর সীতা'॥
'কাজল বিটি!'দাঁড়িয়ে দূরে মা
'আয় মা বুকে,কোথায় ছিলি তুই?
তোরই তরে দিন যে কাটেনা,
ঘর ছাড়া তুই কেমন ক'রে রই'॥
মায়ের আঁচল ধ'রে কাজল চলে
মনেই থাকে শুধু মনের কথা।
সজল শুধু নীরব ভাষায় বলে,
'ফাগুন দিলো আগুন জ্বালা ব্যথা!!
২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
গায়েন রইসউদ্দিন বলেছেন: পাঠকবন্ধু কুশন, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য! অনেক কিছুই তো জানি না ভাই। তবে, এটুকুই জানি-- যে রাঁধে, সে চুলও বাঁধে। সাঁওতালী মেয়েদের জীবনে কি আপনি শুধু পরিশ্রমই দেখেছেন? তাদের জীবনের আর কিছু চোখে পড়ে না? আপনি তাদের পরিশ্রমী জীবনের একটি কবিতা লিখে প্রমাণ করুন যে আপনি সত্যিই অনেক কিছুই জানেন সাঁওতালি মেয়েদের সম্পর্কে। আপনার কাছে আমার ছোট্ট প্রশ্ন-- কবিতাটি কোন্ ছন্দে রচিত হয়েছে, বলতে পারবেন? আর এটি কবিতার একটি বিশেষ পরিচয়। বিষয়-বস্তু তো অবশ্যই থাকবে। কবিতাটি কেমন হল, সে বিষয়ে আপনার মতামত কী?
২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৬
অধীতি বলেছেন: ছন্দাসিক কবিতা। উপজাতিদের নিয়ে লেখা কবিতা। খুব ভাল লাগল।
২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ পাঠক-কবি বন্ধু অধীতি, আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য!!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক-কবি বন্ধু রাজীব নুর, আপনার ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক মন্তব্য প্রকাশ করার জন্য!!
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় কবিবন্ধু কাজী ফাতেমা ছবি, ধন্যবাদ- আমার কবিতায় আপনার ভাল-লাগা প্রকাশ করার জন্য!!
৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-কবি বন্ধু মনিরা সুলতানা, আপনাকে আন্তরিক ধন্যবাদ-- আমার কবিতা প'ড়ে আপনার ভাল-লাগা প্রকাশ করার জন্য!
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫১
কুশন বলেছেন: সাওতালী মেয়েরা অনেক পরিশ্রমী হয় তা কি জানেন?