নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গঙ্গা আমার মা-ওই পদ্মা আমার মা
কেন, হারিয়ে যাওয়া সিন্ধু মাকে ফিরে পেলামনা!
এপারে উদাসী বাউল বাজায় একতারা-
ওপারের ভাটিয়াল গানে বাজে দোতরা
কেন,রাখালিয়া বাঁশিতে সুর শুনতে পেলামনা!
কোথায় আমার হারিয়ে যাওয়া মেঘনা নদীর কূল
মন উদাসী বাঁশির সুরে হতাম যে ব্যাকুল
কেন,রূপসা নদীর পারে আমার ফেরা হলনা!
সিন্ধুপারে আজও ডাকে বন্ধু আমার
হাসান ও জিনাতকে মনে পড়ে বারেবার
কেন,সিন্ধুপারের বন্ধু আমার ফিরে এলনা!
২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, আমার ব্লগে এসে আপনার মন্তব্য প্রকাশ করার জন্য! এখন আমার কাছে মনে হয়- কেউ না এলেও আপনি আসবেন। ভাল হোক মন্দ হোক কিছু বলবেন, বলছেনও। সৌন্দর্য-প্রিয়তা বা সৌন্দর্যবোধ সকলের থাকে না। তাই বোধ হয়, আমার এই কবিতা্র মর্মার্থ অনেকটা অজানা থেকে গেল অনেক পাঠক-কবি-লেখক বন্ধুদের কাছে। অখন্ড বাংলা'র প্রতি একটা মমত্ববোধ ও অখন্ড ভারতবর্ষ'র এক করুণ ইতিহাসের আর্তনাদ লুকিয়ে আছে কবিতার মধ্যে। এটা কবিতা শুধু নয়, এই কবিতা- সুর সংযোজনায় হৃদয়ের গান হয়ে উঠেছে। সম্ভব হলে, তা প্রকাশ করব কখনো। ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর !!!
২| ২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৯
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছবির সাথে অসাধারণ সুন্দর কবিতা! +
২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় কবি-পাঠক বন্ধু জুল ভার্ন, আপনার সুদৃষ্টিতে আমার কবিতা / গীতি-কবিতাটি আসার জন্য আমি সৌভাগ্যবান মনে করছি। এমন প্রেরণাদায়ক মন্তব্য সাধারণ পাঠকের কাছে আশা করা যায় না। ভাল থাকুন !!
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।