নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

শীতের ডাক

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫০


শীতের ডাক
- রইসউদ্দিন গায়েন
দূরভাষে তোমার প্রশ্ন--
'শীতের ডাকে কেন এলে না?
তোমার প্রতীক্ষায়.....এপার-ওপার।'
ভালবাসার সুতোয় টান পড়লে টনক নড়ে--
তাই এ প্রত্যুত্তর :-
সেই শীত-সন্ধানী দৃষ্টি আজ আর নেই,
কবিতার কলম নির্বাক,কল্পনার কপাট বন্ধ।
চির বসন্ত'র দেশে--
শীতের আভাস মেলে শুধু, হদিশ মেলে না।
নলেন গুড়ের বরফি, মোয়া--
ঘরে ঘরে পিঠে-পুলি;
বিচিত্র বিশ্বপাখি সমাগম চিড়িয়াঘরে,
ময়দানে বইমেলায় হারিয়ে যাওয়া সেদিন
শুধু ডাক দিয়ে যায় নিঃশব্দ নীলিমায়,
পদ্মা-গঙ্গার এপার-ওপার।
ওপারের কাটা ঘুড়িটা যখন মায়ার টানে
ছিঁড়ে এল এপারে---
আমি বুকে তুলে নিয়েছিলাম, স্বজন ভেবেই।
একটা সুতো-ভরা লাটাই
আর রঙিন ঘুড়ি দিতে চেয়েছিলাম
হিমশীতল ফুটপাথে দীর্ঘ রাতজাগা,
ক্ষুধার্ত, ছেঁড়া-ময়লা পোশাকের
রুগ্ন ছেলেটাকে।
প্রকৃতির কী নিষ্ঠুর পরিহাস!
স্বেচ্ছা-নির্বাসন---
নিয়মের ফাঁদে বন্দী আমি।
সময়ের সাথে শীত আজও আসে
দুর্ভেদ্য হিমালয় পেরিয়ে--
আসে তার দুঃসহ প্রবাহ!
যদি পারো, এই হাড়-কাঁপানো শীতে
সেই ছেলেটিকে খুঁজে নিও,
অজানা, অচেনা কোনও এক পথের ধারে--
তাহলেই পাওয়া হবে আমাকে।।
..........ভাল থেকো!!

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। কবিতা ও ছবিগুলো-উভয়টাই সুন্দর। কবিতায় গভীর আবেগের প্রকাশ ঘটেছে।
আপনি কি মরিশাসে থাকেন, নাকি আন্দামান/নিকোবার দ্বীপে?

২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ- প্রিয় পাঠক-লেখক বন্ধু খায়রুল আহসান, আপনার প্রেরণাদায়ক মন্তব্য প্রকাশের জন্য! আমি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে থাকি। ভাল থাকবেন, আবার আসবেন, আমার ব্লগে। আশা করি প্রতিদিন কবিতা নিয়ে আপনাদের সামনে আসব।

২| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শীতের পুলি পিঠা ক্ষীর থেকে দুরে থাকা কষ্টকর ।
ভালো লেগেছে কবিতা ।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক বন্ধু তানীম আব্দুল্লাহ, আপনার ইতিবাচক সরস মন্তব্য প্রকাশ করার জন্য!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: শীতের পিঠার চেয়ে সবজি আমার বেশি ভালো লাগে।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, খুব ভাল বলেছেন, যদিও আমার কবিতার শাক-সবজি'র কথা নেই- তবু বলব, পিঠে-পুলি ছাড়াও শীতের শাক-সবজি'র মজাটাই আলাদা! শুভেচ্ছা!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২

জুল ভার্ন বলেছেন: ছবি ও কবিতা খুব সুন্দর হয়েছে।

শুভ কামনা।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় পাঠক-লেখক বন্ধু জুল ভার্ন, আপনার শুভকামনার জন্য !

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০২

মনিরা সুলতানা বলেছেন: দারুণ সব ছবি !!!!!
লেখায় ভালোলাগা।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু মনিরা সুলতানা, ধন্যবাদ- আপনার প্রেরণাদায়ক মন্তব্য ও আপনার ভাল-লাগা প্রকাশ করার জন্য!

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু নেওয়াজ আলি, ধন্যবাদ আপনার প্রশসংনীয় মন্তব্য প্রকাশের জন্য! ভাল থাকুন, সঙ্গে থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.