নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের ডাক
- রইসউদ্দিন গায়েন
দূরভাষে তোমার প্রশ্ন--
'শীতের ডাকে কেন এলে না?
তোমার প্রতীক্ষায়.....এপার-ওপার।'
ভালবাসার সুতোয় টান পড়লে টনক নড়ে--
তাই এ প্রত্যুত্তর :-
সেই শীত-সন্ধানী দৃষ্টি আজ আর নেই,
কবিতার কলম নির্বাক,কল্পনার কপাট বন্ধ।
চির বসন্ত'র দেশে--
শীতের আভাস মেলে শুধু, হদিশ মেলে না।
নলেন গুড়ের বরফি, মোয়া--
ঘরে ঘরে পিঠে-পুলি;
বিচিত্র বিশ্বপাখি সমাগম চিড়িয়াঘরে,
ময়দানে বইমেলায় হারিয়ে যাওয়া সেদিন
শুধু ডাক দিয়ে যায় নিঃশব্দ নীলিমায়,
পদ্মা-গঙ্গার এপার-ওপার।
ওপারের কাটা ঘুড়িটা যখন মায়ার টানে
ছিঁড়ে এল এপারে---
আমি বুকে তুলে নিয়েছিলাম, স্বজন ভেবেই।
একটা সুতো-ভরা লাটাই
আর রঙিন ঘুড়ি দিতে চেয়েছিলাম
হিমশীতল ফুটপাথে দীর্ঘ রাতজাগা,
ক্ষুধার্ত, ছেঁড়া-ময়লা পোশাকের
রুগ্ন ছেলেটাকে।
প্রকৃতির কী নিষ্ঠুর পরিহাস!
স্বেচ্ছা-নির্বাসন---
নিয়মের ফাঁদে বন্দী আমি।
সময়ের সাথে শীত আজও আসে
দুর্ভেদ্য হিমালয় পেরিয়ে--
আসে তার দুঃসহ প্রবাহ!
যদি পারো, এই হাড়-কাঁপানো শীতে
সেই ছেলেটিকে খুঁজে নিও,
অজানা, অচেনা কোনও এক পথের ধারে--
তাহলেই পাওয়া হবে আমাকে।।
..........ভাল থেকো!!
২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ- প্রিয় পাঠক-লেখক বন্ধু খায়রুল আহসান, আপনার প্রেরণাদায়ক মন্তব্য প্রকাশের জন্য! আমি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে থাকি। ভাল থাকবেন, আবার আসবেন, আমার ব্লগে। আশা করি প্রতিদিন কবিতা নিয়ে আপনাদের সামনে আসব।
২| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শীতের পুলি পিঠা ক্ষীর থেকে দুরে থাকা কষ্টকর ।
ভালো লেগেছে কবিতা ।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক বন্ধু তানীম আব্দুল্লাহ, আপনার ইতিবাচক সরস মন্তব্য প্রকাশ করার জন্য!
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: শীতের পিঠার চেয়ে সবজি আমার বেশি ভালো লাগে।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, খুব ভাল বলেছেন, যদিও আমার কবিতার শাক-সবজি'র কথা নেই- তবু বলব, পিঠে-পুলি ছাড়াও শীতের শাক-সবজি'র মজাটাই আলাদা! শুভেচ্ছা!
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২
জুল ভার্ন বলেছেন: ছবি ও কবিতা খুব সুন্দর হয়েছে।
শুভ কামনা।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, প্রিয় পাঠক-লেখক বন্ধু জুল ভার্ন, আপনার শুভকামনার জন্য !
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: দারুণ সব ছবি !!!!!
লেখায় ভালোলাগা।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু মনিরা সুলতানা, ধন্যবাদ- আপনার প্রেরণাদায়ক মন্তব্য ও আপনার ভাল-লাগা প্রকাশ করার জন্য!
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন।
২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু নেওয়াজ আলি, ধন্যবাদ আপনার প্রশসংনীয় মন্তব্য প্রকাশের জন্য! ভাল থাকুন, সঙ্গে থাকুন!
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। কবিতা ও ছবিগুলো-উভয়টাই সুন্দর। কবিতায় গভীর আবেগের প্রকাশ ঘটেছে।
আপনি কি মরিশাসে থাকেন, নাকি আন্দামান/নিকোবার দ্বীপে?