নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দু\'-লাইনের কবিতায় অনেক কথা

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২


কালি আর কলমে, ব্যথা আর মলমে, কতই সুবাদ!
সতী আর সতীনে, রাম ও রহিমে কেন, এতই বিবাদ?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো কবিতা নয়, উড়ো কথা, ছড়া-মড়া কিছু একটা হবে হয়তো

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক বন্ধু চাঁদ গাজী, এই উড়োকথা দু'একটা লিখে প্রকাশ আমাদের উৎসাহিত করুন। এসব উড়ে আসে না, উড়ে বেড়ায় মনের আকাশে। স্বভাব-সিদ্ধ কবি না হলে এসব লেখা সম্ভব নয়। আমি বড় বা বিখ্যাত কোনও কবি নই। তবে স্বভাবসিদ্ধ, জন্মজাত, পেশাগতভাবেও ছন্দোময় কবিতা লিখি- গান লিখি, গান গাই। এসব আপনি জানবেন কীভাবে? সাদর আমন্ত্রন আমার ব্লগে- 'ফলেন পরিচীয়তে'।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: কারণ সতী আর সতীন, রাম ও রহীম কালি আর কলম নয়, ব্যথা আর মলমও নয়।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০১

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ সম্মানিত পাঠক-লেখক খায়রুল আহসান, আপনার মন্তব্য প্রকাশ করার জন্য! ভাল থাকুন, আবার আসুন!!

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভালো বলেছেন ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৪

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু তানীম আব্দুল্লাহ, ধন্যবাদ আপনার প্রশংসাসূচক মন্তব্য প্রকাশের জন্য !!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অল্প কথায় সুন্দর প্রকাশ !

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১০

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু জহিরুল ইসলাম সেতু, প্রশংসাসূচক মন্তব্য প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আর যাই হোক এটা কবিতা হতে পারে না।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

গায়েন রইসউদ্দিন বলেছেন: লাইন গুণে বলছেন নাকি বিষয় নিয়ে বললেন? এই দু'লাইনের কথাগুলি যদি নিছক ছড়া বলি, উপহাস করা হয়। আপনি কী বলেন?

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০১

নেওয়াজ আলি বলেছেন: ওয়াও!
সুন্দর উপস্থাপনা

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৭

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু নেওয়াজ আলি, আপনার আনন্দ-উচ্ছ্বাস ও প্রেরণাদায়ক মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ !!

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

জ্যাকেল বলেছেন: এক লাইনে যদি গল্প লিখতে পারেন হেমিংয়ে তাহলে কবিতা কেন হবে না? মির্জা গালিব সম্বন্ধে এই কাব্যবিশারদের জানা উচিত ছিল।

দুঃখজনক হইল দুনিয়ার এই কাব্যবিশারদের আগমন ঘটেছে এই পোস্টে যিনি তার সেই বিখ্যাত রোগাক্রান্ত ঘোড়ার মতই কমেন্ট দিলেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭

গায়েন রইসউদ্দিন বলেছেন: সম্মানিত পাঠক-লেখক বন্ধু জ্যাকেল, কবিতা সম্পর্কিত আপনার সুস্পষ্ট বক্তব্য তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.