নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ছেলে না মেয়ে

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮




স্বামী: কেন তোর হয়না রে ছেলে?
পাড়ার সব লোকে বলে-
দুনিয়াতে আমি একজন পোড়াকপালে!

স্ত্রী: মোদের কী দরকার ছেলে?
বলুক যে যেমন বলে,
আমার মেয়ে সোনামণি, দেব কি ফেলে?



স্বামী: সবার ঘরে ছেলে আছে
আমার ঘরে নাই গো!
কপালপোড়া বলে আমায়
কী করি উপায় গো?
তুমি ওঝাকে দেখাও, না হয় বদ্যি ডেকে লও
আন্দামানে, সাধুবাবার জল মাথায় ঢালাও॥

স্ত্রী: এ কী কথা বলো স্বামী, লাজে ম'রে যাই গো-
ছেলে-মেয়ের জন্ম দিতে, পিতা দায়ী হয় গো!
'বিজ্ঞান' এ কথা বলে, তুমি নও পোড়াকপালে-
গায়েন বলে-'বিবাদ শুধু অশিক্ষার ফলে'॥

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

কলাবাগান১ বলেছেন: 'বিজ্ঞান' এ কথা বলে, তুমি নও পোড়াকপালে-
গায়েন বলে-'বিবাদ শুধু অশিক্ষার ফলে'॥

২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: ছেলে মেয়ে বড় কথা নয়। একটা সুস্থ শিশু কামনা করে বুদ্ধিমান বাবা মা।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক বন্ধু রাজীব নুর, ভাল বলেছেন, সেই সঙ্গে শিক্ষিত বা সাধারণ শিক্ষিত সমাজের মানুষদের সেকেলে মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।... ভাল থাকবেন !!

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: ছেলে হোক কিম্বা মেয়ে হোক- সুসন্তান হিসেবে 'মানুষ' গড়ে তুলতে হবে।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক বন্ধু জুল ভার্ন, আপনার লিখিত মন্তব্য সর্বজনগ্রাহ্য হোক- এই প্রত্যাশা আমারও! ভাল থাকুন! শুভেচ্ছা নিরন্তর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.