| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
তুমি বলেছিলে: 'ফিরে আসবো একদিন
আজ নইলে পাঁচ বছর, দশ বছর পরেও'
অসম্ভব ভেবেও বিশ্বাস করেছিলাম।
প্রতিদিন, প্রতিক্ষণ চাওয়া-পাওয়ার যন্ত্রণা -
একটু একটু পেরিয়ে, জীবনের শেষ সীমানায়
তুমি এলে কবিতা হ'য়ে!
 
২৮ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৯:৩৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, আপনার মন্তব্য প্রকাশ করার জন্য!
২| 
২৮ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১০:০৪
জুল ভার্ন বলেছেন: কেউ ফিরে আসুক কিম্বা না আসুক-জীবন যেনো থেকে না থাকে। 
শুভ কামনা।
৩| 
২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:৩৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-বন্ধু- "জুল ভার্ন বলেছেন: কেউ ফিরে আসুক কিম্বা না আসুক-জীবন যেন থেমে না থাকে।"
শুভ কামনা। ...ধন্যবাদ আপনার মন্তব্য প্রকাশের জন্য! আন্তরিক শুভেচ্ছা নিরন্তর!!
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২১  রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: যে যায় সে আর ফিরে আসে না।