| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
পুরাতন তুমি চলে যাও,
আর দিয়ো না সেই  ডাক ।
পুরাতন তুমি এসো না আবার,
স্মৃতিগুলি  প’ড়ে থাক ।
পুরাতন তুমি ফিরে চাও কেন
করুণ, বিষাদ মনে?
পুরাতন তুমি ম্লান মুখে কেন,
বিদায় দেবার ক্ষণে ?
অনেক পেয়েছি হে পুরাতন
দেবার নেই  আমার ।
ভুল ক’রে তাই দিয়ে গেলাম
ভালবাসার ভার !! 
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:০২
গায়েন রইসউদ্দিন বলেছেন: না ভাই চাঁদগাজী, তেমন দুঃস্বপ্ন আমার নেই। নতুন বছরে নতুন-পুরাতন বন্ধুদের শুভেচ্ছা-বার্তা পেলেই আমি খুশি। নতুন বছরে নতুন কথা শোনানোর জন্য ধন্যবাদ! অনুরোধ, আপনার প্রোফাইল ছবিতে পুরানো ট্রাকটরের ছবিটা পাল্টে নিজের ছুবি সেট করুন্, এই নতুন বছরে।
২| 
০১ লা জানুয়ারি, ২০২২  রাত ১২:১৩
আহমেদ জী এস বলেছেন: গায়েন রইসউদ্দিন ,
পুরাতন চলে যাক। নতুন আসুক অন্যরকম নতুন হয়ে!
নববর্ষের শুভেচ্ছা!
 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:০৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু আহমেদ জী এস, খুব সুন্দর বলেছেন। ধন্যবাদসহ অভিনন্দন! আজ থেকে নতুন বছর শুরু, তাই এখন থেকে নতুনের কথা আসবে, নতুন ক'রে। ভাল থাকুন, আরও লিখুন!!
৩| 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৮:১৪
জগতারন বলেছেন: 
অনেক পেয়েছি হে পুরাতন
দেবার নেই আমার ।
ভুল ক’রে তাই দিয়ে গেলাম
ভালবাসার ভার !!
 
অসাধারন অভিব্যাক্তি !
লাইক ও কবির প্রতি নতুন বছরের সুভেচ্ছা, অভিন্দন !!
৪| 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:১০
গায়েন রইসউদ্দিন বলেছেন: আন্তরিক অভিনন্দন প্রিয় পাঠক-লেখক বন্ধু জগতারন, আমার প্রতি আপনার শুভেচ্ছা-বার্তা জানানোর জন্য এই নতুন বছরে! ভাল থাকুন, সঙ্গে থাকুন!!
৫| 
০১ লা জানুয়ারি, ২০২২  সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন: 
নববর্ষের শুভেচ্ছা রইলো। 
আপনার আগামী দিনগুলো আরও সুখী সমৃদ্ধ হোক। 
 
০১ লা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৩৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই ইসিয়াক, নববর্ষ'র শুভেচ্ছা জানানোর জন্য! আগামী দিনগুলোতে সুখ-সমৃদ্ধির জন্য আপনার কথা যেন সত্যি হয় ভাই--দোয়া করবেন।
৬| 
০১ লা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
 
০১ লা জানুয়ারি, ২০২২  রাত ৮:৫৮
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই, সকাল থেকে আপনার প্রতীক্ষায় ছিলাম। ধন্যবাদ, আপনার সংক্ষিপ্ত-সুন্দর মন্তব্য প্রকাশের জন্য! নতুন বছরের নতুন শুভেচ্ছা জানাই। ভাল থাকুন, সপরিবার--দেখা হোক, বারংবার--এই প্রত্যাশা নতুন বছরের !!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
নববর্ষে কি নতুন বউ আনার কথা ভাবছেন?